গোপালগঞ্জ: গপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) নিজ বিভাগের শিক্ষকদের মূল্যায়নের সুযোগ পাবেন শিক্ষার্থীরা।
সোমবার (৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কর্তৃক শিক্ষক মূল্যায়নের জন্য একটি ফরম প্রস্তুত করা হয়েছে। এই মূল্যায়ন শিক্ষার্থী-শিক্ষক সম্পর্ক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে এবং শিক্ষকের আত্মমূল্যায়নে বিশেষ সহায়ক হবে বলে প্রতীয়মান হচ্ছে। প্রস্তুতকৃত ফরমটি সেমিস্টারের মধ্যে ও শেষে কোর্সভিত্তিক যথাযথ মূল্যায়নপূর্বক রেজিস্ট্রার দফতরে প্রেরণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
রেজিস্ট্রার দফতর কর্তৃক প্রস্তুতকৃত এই ফরমে একজন শিক্ষার্থী নিজের নাম প্রকাশ না করেই নিজ বিভাগে পাঠদান করানো শিক্ষকের বিষয়ে পাঠদানের কৌশল, যথার্থতা, লেকচার বোঝানোর সক্ষমতা, নিয়মানুবর্তিতা ও নিজেদের অনুভূতি সংক্রান্ত মোট ২৪টি বিষয়ে জানানোর সুযোগ পাবেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৯/১২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.