এইমাত্র পাওয়া

বাংলাদেশি কলেজ শিক্ষকের মাউন্ট এভারেস্ট জয়

নিজস্ব প্রতিবেদক।।বিশ্বরে সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্প জয় করেছেন গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর কলেজের সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক মো. ফারুক হোসেন।

সহকারী অধ্যাপক ফারুক হোসেন জানান, বাংলাদেশ থেকে ৬ নভেম্বর নেপালের রাজধানী কাঠমন্ডু পৌঁছান তিনি । সেখান থেকে ৭ নভেম্বর মাউন্ট এভারেস্টের এ যাত্রা শুরু করেন। ১৭ নভেম্বর টানা ১০ দিনের চেষ্টায় মাউন্ট এভারেস্টের ১৭ হাজার ৫৯৮ ফুট উচ্চতায় অবস্থিত বেসক্যাম্পে পৌঁছান তিনি।

বাংলাদেশ সময় বেলা ১১টায় সেখানে তিনি বাংলাদশেরে পতাকা ওড়ান। এরপর সেখান থেকে ১৯ নভম্বের আমা-দাবালাম বেস ক্যাম্প পৌঁছান তিনি। ফারুক বলেন, অনেক স্বপ্ন ছিল বিশ্বের সবচেয়ে উঁচু শৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়া র্স্পশের। সেই স্বপ্ন আমার পূরণ হয়েছে।

শিক্ষাবার্তা /এ/০৯/১২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.