এইমাত্র পাওয়া

বিপ্লবের স্মৃতি সংরক্ষণে জাবিতে ‘জুলাই বিপ্লব কর্নার’ প্রতিষ্ঠার দাবি

ঢাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৪ সালের গৌরবময় জুলাই বিপ্লবের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে একটি ‘জুলাই বিপ্লব কর্নার’ প্রতিষ্ঠার দাবি জানিয়েছে গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের কাছে দেওয়া এক স্মারকলিপিতে তারা এই দাবি জানান।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জুলাই বিপ্লব ২০২৪ আমাদের জাতির ইতিহাসে এক স্মরণীয় অধ্যায়, যা গণতন্ত্র ও ন্যায়ের পথে ছাত্রজনতার সংগ্রামের উজ্জ্বল উদাহরণ। এ বিপ্লবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক-জনতার সাহসী ভূমিকা গৌরবময় ইতিহাসের অংশ। বিশ্ববিদ্যালয়ের গৌরবময় এ ইতিহাসকে সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করার লক্ষ্যে আমরা বিশ্ববিদ্যালয়ে একটি ‘জুলাই বিপ্লব কর্নার’ প্রতিষ্ঠার প্রস্তাব করছি।

জুলাই বিপ্লব কর্নারে অন্তর্ভুক্ত করার প্রস্তাবিত বিষয়গুলো হলো- জুলাই বিপ্লবে ব্যবহৃত স্মৃতিচিহ্ন যেমন- গুলিবিদ্ধ টিন, রক্তাক্ত জামা কাপড়, লাঠি, বিপ্লবের সময়কার আলোকচিত্র, পোস্টার ও সংবাদপত্রের কাটিং, বিপ্লবে অংশ নেওয়া ছাত্রনেতা ও শিক্ষকদের স্মৃতিচারণা এবং সাক্ষাৎকারের রেকর্ড বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিয়ে লেখা গবেষণাপত্র ও প্রবন্ধ।

এ নিয়ে গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশীদ জিতু বলেন, জুলাই বিপ্লব ২০২৪ শুধু একটি ঐতিহাসিক অধ্যায় নয়, এটি আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ ও ন্যায়ের সংগ্রামের প্রেরণার উৎস। আমরা এই কর্ণারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক-জনতার গৌরবময় ভূমিকা ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে চাই।

তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের দাবিকে যথাযথভাবে মূল্যায়ন করেছে এবং লাইব্রেরির একটি কক্ষে ‘জুলাই বিপ্লব কর্নার’ স্থাপনের আশ্বাস দিয়েছেন। আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। এটি যথাযথভাবে বাস্তবায়িত করার দাবি জানাচ্ছি।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৪/১২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.