এইমাত্র পাওয়া

স্কুলের ভবন পরিত্যক্ত থাকায় গাছতলায় ক্লাস করছে শিক্ষার্থীরা

গোপালগঞ্জ: স্কুলের ভবন পরিত্যক্ত থাকায় গাছতলায় ক্লাস করছে কোমলমতি শিক্ষার্থীরা। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হাতিয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের ছাদসহ শ্রেণিকক্ষের দেয়ালের পলেস্তরা খসে পড়ছে। শ্রেণিকক্ষ না থাকায় চরম ভোগান্তিতে শিক্ষার্থী ও শিক্ষকরা।

স্কুলভবনের ঠিক বাইরে সামিয়ানা টাঙিয়ে ক্লাস করছে শিক্ষার্থীরা। জরাজীর্ণ ভবনের অবস্থা একেবারে বেহাল। খসে পড়ছে পলেস্তারা। ভেঙে পড়ছে ছাদ। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হাতিয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় পরিত্যাক্ত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। নিরুপায় হয়ে এভাবেই চলছে পাঠদান। শ্রেণিকক্ষ, খেলার মাঠ, স্যানিটেশন ও নিরাপদ পানির ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তিতে পড়েছে প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীরা।

শিক্ষার পরিবেশ ফেরাতে এ অবস্থার দ্রুত অবসান চায় অভিভাবকরা। নতুন ভবন নির্মাণের অপেক্ষায় রয়েছেন প্রধান শিক্ষকও। এ ভোগান্তির শেষ কবে, জানেন না তিনি। দ্রুত নতুন ভবনে ক্লাসে ফিরতে চায় কমলমতি শিশুরা। চায় শিক্ষার সুষ্ঠু পরিবেশ। শিগগিরই ভবন নির্মাণ কাজ শুরুর আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০২/১২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.