এইমাত্র পাওয়া

নড়াইলে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও গুণী শিক্ষকদের সন্মাননা প্রদান

নড়াইলঃ নড়াইলের লোহাগড়ায় মাজেদা-মোয়াজ্জম শিক্ষা ট্রাস্টের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, স্মরণিকার মোড়ক উন্মোচন ও গুণী শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ট্রাস্টের সভাপতি আবু রিয়াদের সভাপতিত্বে এবং নির্বাহী সচিব প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি মুন্সী শাহাবুদ্দীন, যুগ্ম সচিব ড. কারুজ্জামান, সাবেক অতিরিক্ত সচিব আজিজুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক আহসান মাহমুদ রাসেল, লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কামরুন নাহার লীনা, যশোর দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাহফুজা নাসরিন, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী এম আতিকুল্লাহ, প্রয়াত মুন্সী মোয়াজ্জম হোসেনের সহধর্মিণী রত্নগর্ভা মাজেদা বেগম। অন্যেদের মধ্যে বক্তব্য দেন প্রধান শিক্ষক কেএম রেজাউল ইসলাম, আনোয়ার হোসেন ও আমির হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ‘আপনারা লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান গড়ে তুলবেন এবং সবাই মোয়াজ্জম স্যারের মতো দৃষ্টান্ত স্থাপন করবেন। মোয়াজ্জম স্যার যেমন তার কর্মের মাঝে বেঁচে আছেন, আপনারা তার মতো আলোকিত মানুষ গড়ে স্মরণীয় হয়ে থাকবেন।

অনুষ্ঠান শেষে অতিথিরা ‘স্মৃতির মুকুরে-মুন্সী মোয়াজ্জম হোসেন’ নামে স্মরণিকার মোড়ক উন্মোচন করেন। পরে তারা ৫৫ মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির টাকা প্রদান এবং ওই বিদ্যালয়ের গুণী শিক্ষক আতিয়ার রহমান, মুন্সী মোস্তাফিজুর রহমান, সুকুমার বিশ্বাস ও শ্রীবাস কুমার দত্তকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০১/১২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.