পটুয়াখালীঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) র্যাগিংয়ের দায়ে ২০ শিক্ষার্থীর বিভিন্ন মেয়াদে শাস্তি এবং জরিমানা হয়েছে। গত বৃহস্পতিবার অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
গত ২৩ নভেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের এম. কেরামত আলী হলে র্যাগিংয়ে কয়েকজন নবীন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি জানাজানি হলে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী প্রমাণিত অসদাচরণ ও অপরাধের দায়ে ছাত্র-শৃঙ্খলা বোর্ডের সভায় শাস্তির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
ব্যবসায় প্রশাসন অনুষদের তানভীরুল ইসলাম সিয়াম ও প্রিতম কারনকে ৩ সেমিস্টার, এই অনুষদের জুনায়েদ হোসাইন ও কৃষি অনুষদের ইউনুস খান ইফতিকে ২ সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া সৌরভ সরকার শাওন, জিহাদ হাসান জিম, গোলাম রাব্বি, মো. ওমর ফারুক, খালেদ মাহমুদ রূপক, খালিদ হাসান, ইসতিয়াক আহমেদ রিয়াদ, মো. জুনায়েদ আল হাবিব জিন্নাহ ও সাহিব আহমেদকে এক বছরের জন্য হল থেকে বহিষ্কার ও নগদ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ এম জোবায়ের, মো. সোহেল ও সনাতন চন্দ্র রায়কে ছয় মাসের জন্য হল থেকে বহিষ্কার ও ৩ হাজার টাকা জরিমানা এবং ক্যাচিং মং মারমা, মিনহাজুল ইসলাম, মো. নূর মোহাম্মদ সরকারকে ৩ হাজার টাকা জরিমানা ও সুপেল চাকমাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী।
অফিস আদেশে জানানো হয়, সেমিস্টার বহিষ্কৃত শিক্ষার্থীরা কোনোভাবেই ক্যাম্পাসে এবং হল থেকে বহিষ্কৃত শিক্ষার্থীরা হলে অবস্থান করতে পারবে না। এ ছাড়া দণ্ডপ্রাপ্তদের ১৫ কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের তহবিলে দণ্ড হিসেবে নির্ধারিত অর্থ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এতে ব্যর্থ হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একতরফাভাবে যে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৯/১১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.