ভোলাঃ ভোলায় একটি খেলার মাঠ দখল মুক্ত করতে বিক্ষোভ সমাবেশ ও ঘেরাও কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরের দিকে ভোলা সরকারি বালক উচ্চবিদ্যালয়ের মাঠে প্রায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষোভ সমাবেশ ও ঘেরাও কর্মসূচিতে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ২ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
জানা গেছে, ভোলা সরকারি বালক উচ্চবিদ্যালয়ের খেলার মাঠের পাশে সুইমিংপুলের ভবন গড়ে উঠছে। তাই খেলার মাঠ দখল মুক্ত করার দাবিতে শিক্ষার্থীরা সমাবেশ করে। এ সময় ওই নির্মাণাধীন ভবন ঘেরাও করে মাধ্যমে বিক্ষোভ করে তারা। কিছুক্ষণ পরে বিদ্যালয়ের শিক্ষকরা তাদের সেখান থেকে সরিয়ে নেন। পরে সেখান থেকে সরে মাঠে ও তার আশপাশে আবারও মাঠ দখল মুক্তের দাবিতে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলে, ভোলা সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠটি শিক্ষার্থীদের খেলাধুলার জন্য। কিন্তু জোরপূর্বক খেলার মাঠ ছোট করে সুইমিংপুলসহ বিভিন্ন স্থাপনা করা হয়েছে। অতি দ্রুত তারা এসব স্থাপনা উচ্ছেদ করে খেলার মাঠ দখলমুক্ত করার দাবি জানায়।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৮/১১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.