এইমাত্র পাওয়া

বগুড়ায় দুই শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন

বগুড়াঃ বগুড়ার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়ন আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান ও সহকারি শিক্ষক আসাদুলের পদত্যাগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শিক্ষা নিয়ে গড়ব দেশ-শেখ হাসিনার বাংলাদেশ লেখা মনোগ্রাম সম্বলিত রুটিনে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নেওয়ায় অভিযোগ তাদের বিরুদ্ধে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বৃহস্পতিবার দুপুরের দিকে গোপালনগর ইউনিয়ন ছাত্রদল ও অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমন্বয়ে মহিশুরা বাজারে ঘন্টা ব্যাপী এ মাবনবন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন কর্মসূচি বক্তব্য রাখেন গোপালনগর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলাইমান আলী সরকার, সাধারণ সম্পাদক আব্দুল আলীম মিঠু, সহসভাপতি টিএম আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক হাদিউজ্জামান তালুকদার, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক বাবু, যুবদল নেতা সেলিম রেজা পলাশ, রাজু আহম্মেদ, ছাত্রদল নেতা জিন্নাহুর রহমান রাকিব, আলম হাসান, আতিকুল কবির স্বরণ, রাসেল মাহমুদ, বিপ্লব হাসান,আল আমিন, রায়হান মল্লিক, রাব্বী হাসান, সজিব হাসান, আতিক, শিক্ষার্থী নাহিদ হাসান, নাইম ইসলাম, জাকারিয়া, সুপ্ত সরকার, জসীম আহম্মেদ, শাহীন মাহমুদ প্রমুখ।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৮/১১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.