এইমাত্র পাওয়া

ইসকন নিষিদ্ধের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

তানজিদ শাহ জালাল ইমন, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ চট্টগ্রাম নগরে আদালতের অদূরে এক আইনজীবীকে হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবি জানিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

বুধবার (২৭ নভেম্বর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে এই বিক্ষোভ মিছিল শুরু  হয়। পরবর্তীতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধনে অংশ নেয়। ‘সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না’ সহ নানান স্লোগান দিতে দেখা যায় তাদের।

শিক্ষার্থীরা বলেন,দেশকে অস্থিতিশীল করার জন্য একটি চক্রান্ত চলছে। স্বৈরাচারী দোসররা ইসকনকে ব্যবহার করে স্বার্থ হাসিলের জন্য দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে।আমরা ছাত্রসমাজ এদের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকবো।  ছাত্র সমাজ এর আগে স্বৈরাচারের বিরুদ্ধে রক্ত দিয়েছে, প্রয়োজন হলে আমরা আবারো রক্ত দিবো। ইসকনকে জঙ্গি সংগঠন আখ্যায়িত করে এর নিষিদ্ধের দাবি জানিয়েছেন তারা।

এসময় মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী মাসুম বিল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন,রসায়ন বিভাগের শিক্ষার্থী হাসিবুল হাসান,লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মোকাব্বেল শেখ, ম্যানেজমেন্ট বিভাগের সাবেক শিক্ষার্থী রেজা শরীফ ও সমাজবিজ্ঞান বিভাগের হাসান মাহমুদ প্রমুখ।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৭/১১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.