এইমাত্র পাওয়া

দাবি আদায়ে ৩৫ প্রত্যাশীদের আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক।।সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবি আদায়ে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সময় দেওয়ার আলটিমেটাম ঘোষণা করেছেন আন্দোলনকারীরা। গতকাল শাহবাগ থেকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত সমাবেশে তারা এ ঘোষণা দেন।

এর আগে দুপুরে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে আন্দোলনকারীরা শাহবাগে জড়ো হয়ে সমাবেশ করতে চাইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সেখানে দাঁড়াতে দেয়নি। সমাবেশ থেকে আন্দোলনকারীরা ২৮ নভেম্বরের মধ্যে চাকরির বয়সসীমা ৩৫ করার আলটিমেটাম দেন। দাবি না মানলে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলে জানানো হয়। এরপর ঝটিকা মিছিল করে কর্মসূচি শেষ করেন তারা।

সমাবেশে মো. কামরুজ্জামান বলেন, আমরা দীর্ঘদিন ধরেই বয়সসীমা ৩৫ করার দাবিতে আন্দোলন করে যাচ্ছি। আন্দোলনের একপর্যায়ে আমাদের দাবির পরিপ্রেক্ষিতে বর্তমান অন্তর্বর্তী সরকার একটি কমিশন গঠন করে। সেই কমিশনের সুপারিশ না মেনে তারা ৩২-এর প্রজ্ঞাপন দেয়। আমরা এই প্রজ্ঞাপনকে লালকার্ড প্রদর্শনের মাধ্যমে প্রত্যাখ্যান করলাম। এই প্রজ্ঞাপন মানি না।

বয়সসীমা ৩৫ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আন্দোলনকারী রাসেল আল মাহমুদ বলেন, আমরা অন্তর্বর্তী সরকারকে ২৮ নভেম্বর পর্যন্ত আলটিমেটাম দিচ্ছি। আমাদের দাবি যদি না মেনে নেওয়া হয়, আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। সরকারের সিদ্ধান্তের আলোকে আমরা ওই দিন সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।

 

শিক্ষাবার্তা ডটকম/এ/২৫/১১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.