নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরে (ডিআইএ) পরিচালক অধ্যাপক কাজী মো. আবু কাইয়ুমকে বদলি করেছে শিক্ষা মন্ত্রণালয়। তাকে মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই বদলি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বি.সি.এস. সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক (ইংরেজি) কাজী মো. আবু কাউয়ুম পরিচালক পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর, ঢাকা কে মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহে বদলি করা হলো। তিনি আগামী ২৫ নভেম্বর, ২০২৪ ইং তারিখের মদ্ধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন। অন্যথায় একই তারিখ অপরাহ্নে তাৎক্ষনিকভাবে অবমুক মর্মে গণ্য হবেন। তিনি আবশ্যিকভাবে তার পিডিএস এ লগইনপূর্বক অবমুক্ত ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করবেন।
উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয়ের ডিআইএ পরিচালক হিসেবে অধ্যাপক কাজী মো. আবু কাইয়ুমকে গত ২৪ আগস্ট ২০২৪ ইং তারিখে পদায়ন করা হয়। ১৪তম বিসিএসের এ কর্মকর্তা পরিচালক হওয়ার আগে কুড়িগ্রাম সরকারি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক পদে কর্মরত ছিলেন। কাজী মো. আবু কাইয়ুম ১৯৬৭ সালের ২৩ ডিসেম্বর জামালপুর জেলার ইসলামপুর থানার কুলকান্দী গ্রামে জন্মগ্রহণ করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/১১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.