শিক্ষক তো তাই বেশি কথা বলি : অপি করিম

নিউজ ডেস্ক।। দেশের প্রখ্যাত অভিনেত্রী অপি করিম। অভিনয়ের বাইরেও দীর্ঘদিন ধরে শিক্ষকতা পেশার সঙ্গে জড়িত তিনি। বর্তমানে দেশের স্বনামধন্য একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন এই অভিনেত্রী।

অভিনয়ে যেমন দ্যুতি ছড়িয়েছেন, ছাত্রজীবনেও তেমন মেধাবী ছিলেন অপি করিম। বুয়েটের থেকে গ্রাজুয়েশন শেষ করার পর থেকেই শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। পাশাপাশি অভিনয়ও করেছেন।

সম্প্রতি বিশ্ব টয়লেট দিবসের প্রতিপাদ্য ‘আ প্লেস ফর পিস’-কে সামনে রেখে ‘দুস্থ মানুষের টয়লেট নির্মাণে পাশে থাকুন টাইলক্স কিনে’-স্লোগান নিয়ে এই ক্যাম্পেইনটি ঘোষণা করা হয়। আর বিশ্ব টয়লেট দিবসে হাইজেনিক টয়লেট নির্মাণের লক্ষ্যে এই ঘোষণা দিয়েছেন রিমার্ক-হারল্যানের ডিরেক্টর ও মেগাস্টার শাকিব খান।

আর এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অভিনেত্রী অপি করিম। তিনি বলেন, ‘এখানে আমি এক মিনিট কথা বলতে পারবো না শিক্ষক তো তাই আমি বেশি কথা বলি, যেহেতু আমার অনেকগুলো ডিসিপ্লিন তাই আমি একেকটা ডিসিপ্লিন নিয়ে এক মিনিট করে তিন মিনিট কথা বললো।’

শুটিং হাউজগুলোর খারাপ অবস্থা উল্লেখ করে অভিনেত্রী বলেন, ‘প্রথমে আসি যে এখানে আমার সব কলিগরা আছে আটিস্ট হিসেবে বলতে চাই সবাই তো দূর-দূরান্তের কথা বলেছে বান্দরবানের মাথার চূড়ার উপরের কথা বলছে।’

‘এদিকে আমরা যখন কাজ করেছি, সকালবেলায় বাসা থেকে ওয়াশরুমে যেতাম এবং রাতের বেলায় বাসায় ফিরে এসে ওয়াশরুম ব্যবহার করতাম। শুটিং হাউজগুলোর অবস্থা খুব খারাপ, আমি অনুরোধ করবো টাইলক্সকে এ বিষয়টা দেখবেন।’

অপি করিমের ভাষ্য, ‘বিশ্ব টয়লেট দিবসে এখানের প্রতিপাদ্য বিষয়টা খুব ভালো, আমি যেহেতু শিক্ষকতা করি বিল্ডিং ডিজাইন হোক আর যা কিছুই হোক না কেন আমরা প্রথমে যেটা শিখাতে চায় কিচেন এবং টয়লেটের বিষয়। বিশেষ ভাবে টয়লেট কারণ একটা সুন্দর বেডরুম বানালাম সুইচ টিপলে লাইট জ্বলে, গান হচ্ছে পর্দা নামছে কিন্তু সুস্থতা বা হাইজেনিকের বিষয়টা আসে টয়লেট থেকে।’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.