নিজস্ব প্রতিবেদক।। গাইবান্ধায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরজা-জানালা খুলে বিক্রি করতে নিয়ে যাওয়ার সময় ভ্যানসহ প্রধান শিক্ষককে আটক করে এলাকাবাসী। পরে কৌশলে পালিয়ে যান প্রধান শিক্ষক আব্দুল হান্নান।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে গাইবান্ধা সদর উপজেলার পূর্ব কূপতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান বিদ্যালয়ের অফিস কক্ষ, শ্রেণিকক্ষ এবং বাথরুমের ৪টি লোহার এবং ১টি প্লাস্টিকের দরজা মিস্ত্রি দিয়ে খুলে ফেলেন। পরে সেগুলো বিক্রির জন্য নিয়ে যাওয়ার সময় গ্রামবাসী পথে ভ্যানসহ তাকে আটক করে। এ সময় কৌশলে পালিয়ে যান তিনি।
পরে গ্রামবাসী দরজাগুলো স্থানীয় ইউপি সদস্য মুরাদ মিয়ার কাছে রাখেন এবং ওই প্রধান শিক্ষকের বিচার দাবি করে জেলা প্রশাসক বরাবর অভিযোগ দেন।
ঘটনার সত্যতা স্বীকার করে কূপতলা ইউনিয়ন পরিষদের সদস্য মুরাদ মিয়া জানান, আটক করা দরজা-জানালা তার জিম্মায় রয়েছে।
তবে এ ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত প্রধান শিক্ষক আব্দুল হান্নানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
শিক্ষা বার্তা /এ/২০/১১/২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.