নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ‘তারেক রহমান যে দল চালাচ্ছে তা ক্লাব চালানোর মতো’ সম্প্রতি কবি ফরহাদ মজহারের দেওয়া এমন বক্তব্যের কড়া সমালোচনা করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।
শুক্রবার (১৫ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, ছাত্রজনতার আন্দোলনের ফসল হিসেবে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে। শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনা করছে। কিন্তু দ্বিতীয়বার অর্জিত স্বাধীনতা নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া যায় না। কেউ কেউ নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকার দিবাস্বপ্ন দেখলে তা হবে বোকার সর্গে বাস করার শামিল।
তারা বলেন, বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য বিএনপিই গত ১৬ বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে লাগাতার আন্দোলন সংগ্রাম করেছে। অসংখ্য মানুষের প্রাণ ও রক্তের বিনিময়ে বাংলাদেশ আজ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। এর মানে এই নয় যে, কোনো মৌলবাদের হাতে বাংলাদেশকে ছেড়ে দেওয়া হবে? অতীতেও বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে অনেক ষড়যন্ত্র ও চক্রান্ত হয়েছে। কিন্তু যারাই অসৎ উদ্দেশ্যে নিয়ে ষড়যন্ত্র করেছে তারাই ব্যর্থ হয়েছে।
ইউট্যাবের শীর্ষ দুই নেতা বলেন, এখনও ইতিহাস থেকে কেউ শিক্ষা না নিলে তাদের পরিণতিও শুভকর হবে না। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলবো- গণতন্ত্রের পূর্বশর্ত হলো নির্বাচন। সুতরাং কেউ কোনো কিছু করতে চাইলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে জয়ী হয়ে সংসদে গিয়ে কথা বলুন। জনগণের ম্যান্ডেট ছাড়াই জাতিকে বিভ্রান্ত করলে তার মাশুল কিন্তু দিতে হবে। নেতৃদ্বয় বলেন, আমরা ফরহাদ মজহারের অসত্য এবং অপেশাদার বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিএনপি এবং বিএনপির সর্বোচ্চ নেতৃত্ব নিয়ে তার মতো ব্যক্তির মুখে এ ধরণের বক্তব্য বেমানান এবং অনাকাঙ্ক্ষিত।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৫/১১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.