সুনামগঞ্জঃ সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত সুনামগঞ্জ জেলা কমিটির পরিচিতি সভায় দু’পক্ষের সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে পদবঞ্চিত শিক্ষার্থীদের একটি অংশ সংঘর্ষে জড়িয়ে পড়েন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। যার ফলে সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে শিক্ষার্থীরা শিল্পকলা প্রাঙ্গণে একত্রিত হন। ঠিক সেই মুহূর্তে পদবঞ্চিত শিক্ষার্থীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। পরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক বলেন, কমিটি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের মাঝে দ্বন্দ্বের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৪/১১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.