এইমাত্র পাওয়া

কুবিতে হলের সিট বণ্টন নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ, প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি

কুমিল্লাঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কাজী নজরুল ইসলাম হলের সিট বণ্টনের সিদ্ধান্তকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়। এর জের ধরে শিক্ষার্থীরা হল গেইট থেকে মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরে তারা হল প্রাধ্যক্ষের পদত্যাগের দাবি জানিয়ে কক্ষে তালা লাগিয়ে দেন। বুধবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীদের অভিযোগ, হলে অবস্থানরত অনাবাসিক শিক্ষার্থীদের আবাসিক করার জন্য প্রশাসনিক নোটিশ ছাড়াই প্রভোস্টের মর্জি মাফিক ৫০০ থেকে ১০০০ টাকা জরিমানা প্রদানের জন্য বলেন। তারা আরও অভিযোগ করেন, অনিয়ম করে এক সিটে ডাবলিং করে থাকার সিদ্ধান্তটি তিনি নিজেই নিয়েছেন। ছাত্র সংগঠনের নেতাকর্মীদের হলে তোলার জন্য তিনি এইরকম সিদ্ধান্ত নিচ্ছেন বলে জানান তারা।

হলের ১৩ তম আবর্তনের শিক্ষার্থী নাজমুল হৃদয় বলেন, আগের প্রশাসনের ব্যর্থতা যে তারা হলে অবস্থানরত শিক্ষার্থীদের আবাসিকতা দিতে পারে নি। এই প্রশাসন সেই ব্যর্থতার কারণে এখন পাঁচশো, এক হাজার টাকা করে নেয়ার চেষ্টা করছে আমাদের কাছ থেকে। ১২ থেকে ১৭ ব্যাচ পর্যন্ত সবাইকে টাকা দিতে হবে। এই সিদ্ধান্ত প্রশাসন নেয়নি। তার ব্যক্তিগত সিদ্ধান্ত আমাদের ওপর চাপিয়ে দেয়ার চেষ্টা করছেন। এজন্য আমরা তার পদত্যাগ চাই। উনি আওয়ামী লীগের দোসর। উনি আওয়ামী লীগ করতো বলেই পূর্বের প্রশাসন তাকে নিয়োগ দিয়েছে। তাই আমরা এই প্রভোস্টকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। নজরুল হলে তাঁকে আর দেখতে চাই না।’

শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে হল প্রাধ্যক্ষ মোহাম্মদ নাসির হোসাইন বলেন, ‘হল প্রভোস্টদের মিটিংয়ে হলের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে, সেই অনুযায়ী কাজগুলো হচ্ছে। যদিও ফরমাল নোটিশের ব্যাপারে একটা গ্যাপ ছিল, যদিও আগামী ২৫ তারিখ প্রশাসনিকভাবে একটা নোটিশ দেয়ার কথা হয়েছে। আমি তাদের বলেছি যদি কোনো দাবি-দাওয়া থাকে তাহলে তারা জানাতে পারে। আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।’

পদত্যাগ বিষয়ে তিনি বলেন, ‘ভুল-বোঝাবুঝির কারণে এমনটা হয়েছে। তবে পদত্যাগের ব্যাপারে আমার সাথে কথা হয় নি। আশা করি, তাদের সাথে আলোচনা হলে এই ভুল বোঝাবুঝিগুলো শেষ হয়ে যাবে। তবে যদি মনে হয় আমি শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে পারছি না। তাহলে আমি পদত্যাগ করবো।’

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৪/১১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.