জামাল উদ্দীন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে সুইজারল্যান্ডের জেনেভায় হামলা ও অসৌজন্যমূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। মঙ্গলবার (১২ নভেম্বরব) বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর এক বার্তায় এই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, রাষ্ট্রীয়কাজে ড. আসিফ নজরুলের সুইজারল্যান্ডে অবস্থানকালে যথাযথ নিরাপত্তা প্রদানে সেখানকার বাংলাদেশি দূতাবাসের কর্মকর্তাগণ যে ব্যর্থতার পরিচয় দিয়েছেন আমি তারও নিন্দা জানাই এবং তদন্তসাপেক্ষে নিরাপত্তা প্রদানে ব্যর্থতার জন্য দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার দাবি করছি।
তিনি আরও বলেন, কোনো দেশপ্রেমিক গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন মানুষ বিদেশের মাটিতে নিজ দেশের সরকারের একজন উপদেষ্টার সাথে এভাবে উদ্ধত ও অশোভন আচরণ করতে পারে না। এরকম শিষ্টাচার বহির্ভুত আচরণ দেশ ও জনগণের আত্মমর্যাদার ওপর আঘাতের শামিল।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১২/১১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.