প্রতিমন্ত্রীর পদমর্যাদায় শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী হলেন অধ্যাপক আমিনুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পদার্থবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এম আমিনুল ইসলামকে অন্তবর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাকে শিক্ষা মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছে। 

রবিবার রাতে এবিষয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রী পরিষদ বিভাগ।

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় অধ্যাপক এম আমিনুল ইসলাম ছাড়াও আরও দুইজনকে বিশেষ সহকারী নিয়োগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তারা  স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সহযোগিতা করবেন। এ জন্য তাঁদের ওই সব মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছে। 

অধ্যাপক এম আমিনুল ইসলাম ছাড়াও বিশেষ সহকারী হলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) খোদা বকশ চৌধুরী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক সায়েদুর রহমান ।

আমিনুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক। তিনি ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের পোভিসি এবং ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর ভাইস চ্যান্সেলর-এর দায়িত্ব পালন করেন।

প্রফেসর আমিনুল ইসলাম জানুয়ারি ২০১৮ থেকে আগস্ট ২০২৩ পর্যন্ত বাংলাদেশ মেডিক্যাল ফিজিক্স এসোসিয়েশন-এর সভাপতি ছিলেন। আগস্ট ২০১৬ থেকে অদ্যাবধি টিএমএসএস-এর এডভাইজার এবং জুলাই ২০২১ থেকে টিএমএসএস ক্যান্সার কেয়ার সেন্টার বাস্তবায়নের জন্য স্টিয়ারিং কমিটির ভাইস চেয়ারম্যান ও চিকিৎসা শুরু হবার পর ম্যানেজমেন্ট কমিটির ভাইস চেয়ারম্যান হিসাবে অদ্যাবধি দায়িত্ব পালন করে আসছেন।

তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ হবার পর কানাডিয়ান কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে কানাডার ম্যাকমাস্টার ইউনিভার্সিটি থেকে নিউক্লিয়ার ফিজিক্সে এমএস ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীকালে একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি দুই দফা পোস্টডক্টরিয়াল ফেলোশিপ লাভ করেন। ১৯৯৯ ও ২০০১ সালে তিনি যুক্তরাষ্ট্রের ওকরিজ ন্যাশনাল ল্যাবরেটরিতে ভিজিটিং স্কলার হিসাবে গবেষণা করেন। প্রফেসর ইসলাম ১৯৯৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমতির সভাপতি ও ১৯৯৬ সালে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি নির্বাচিত হন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১১/১১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.