নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির জন্য বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এন্ট্রি লেভেলের এমপিও শিক্ষক শূন্যপদের তথ্য অনলাইনে দেয়ার সময় ১৭ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
একই সময়ের মধ্যে আগামী তিন বছরের সম্ভাব্য শূন্যপদের তথ্যও দিতে পারবেন প্রতিষ্ঠান প্রধানরা। আর শূন্যপদের তথ্য দেয়ার পরবর্তী ৩ দিনের মধ্যে ফি জমা দিতে হবে। এর আগে এই কার্যক্রমের শেষ সময় ছিলো ১০ নভেম্বর।
সোমবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর পরিচালক কাজী কামরুল আহছান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ৬ষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রবেশ পর্যায়ের (এন্ট্রি লেভেল) শূন্যপদে শিক্ষক সুপারিশের লক্ষে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো (স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা) থেকে এমপিওভুক্ত শূন্যপদের অনলাইনে চাহিদা বা ই-রিকুইজিশন এবং ৩ বছরের শূন্যপদের তথ্য দেয়ার সর্বশেষ তারিখ নির্ধারিত ছিলো ১০ নভেম্বর। এই সময়সীমা আগামী ১৭ নভেম্বর রাত ১২টা পর্যন্ত বর্ধিত করা হলো। অনলাইনে চাহিদা বা ই-রিকুইজিশন দেয়ার পর পরবর্তী ৩ দিনের মধ্যে ফি জমা দিতে হবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১১/১১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.