জামাল উদ্দীন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ গবেষণা সংক্রান্ত কোর্স চালু, গবেষণার ক্ষেত্রে ডিজিটাল লাইব্রেরীর সুবিধা, বিশ্ববিদ্যালয় রিসার্চ জার্নালে শিক্ষার্থীদের গবেষণা প্রকাশের সুযোগ সহ ১০ দফা দাবি জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) রিসার্চ সোসাইটি। রবিবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর সাথে মতবিনিময় সভায় এসব দাবি জানান সংগঠনটি। এসময় উপাচার্য বরাবর ১০ দফা দাবিসহ একটি স্মারকলিপি প্রদান করেন তারা।
তাদের দাবিগুলো হলো- অতি দ্রুত একটি কেন্দ্রীয়
গবেষণাগার এবং বিভিন্ন অনুষদভিত্তিক গবেষণাগার প্রতিষ্ঠা, ছুটির দিন ব্যতীত সার্বক্ষণিক লাইব্রেরি খোলা রাখা এবং গবেষণার জন্য ডিজিটালাইজ লাইব্রেরি সুবিধা প্রদান করাআন্তর্জাতিক জার্নাল, ই-বুক এবং ই-রিসোর্স ট্রেনিং এর ব্যবস্থা), প্রত্যেক ফ্যাকাল্টিকে বাৎসরিক ২-৩টা আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন করা বাধ্যতামূলক করতে হবে অন্যথায় জবাবদিহিতার আওয়াত আনা ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইইআর) এর অধীনে গবেষণার কলাকৌশল নিয়ে পূর্ণাঙ্গ কোর্স চালু করা, বিশ্ববিদ্যালয় রিসার্চ জার্নালে শিক্ষার্থীদের গবেষণা প্রকাশের সুযোগ, স্নাতক ও স্নতকোত্তর এর সকল শিক্ষার্থীর জন্য বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠানিক ই-মেইল উন্মুক্ত করা এবং স্টোরেজ বৃদ্ধি করা, গবেষণায় বাস্তবমুখী অভিজ্ঞতা অর্জনের জন্য বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে সংযোগ স্থাপন করা, আন্তর্জাতিক ভাষাগত দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা, দেশি ও বিদেশী বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানের সাথে যৌথ গবেষণা প্রকল্প ও এক্সচেঞ্জ প্রোগ্রামের উদ্যোগ নেওয়া এবং শিক্ষার্থীদের স্কলারশিপ এর জন্য সুযোগ তৈরী ও আন্তর্জাতিক গবেষকদের আমন্ত্রণ জানিয়ে ভার্চুয়াল মেন্টরশিপ প্রোগ্রাম চালু করা।
এসময় সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের মডারেটর অধ্যাপক ড. খালিদ হোসেন জুয়েল, যুগ্ম-আহ্বায়ক জান্নাতুল ফেরদৌস নীলা, সংগঠনটির সভাপতি সানোয়ার হোসেন, সহ-সভাপতি ইজাজ মাহমুদ অনিক ও বায়েজিদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক আতহার মাসুম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফাহিম মুরশেদ, প্রকল্প পরিচলন সম্পাদক কিরন হোসেন, সহ-দপ্তর ও নথি বিষয়ক সম্পাদক ফাহিম ফয়সাল, তথ্যপ্রযুক্তি ও বিষয়বস্তু উন্নয়ন বিষয়ক সম্পাদক মুসাব শাহরিয়ার, অর্থ সম্পাদক ইলমু কবির রাফা ও ফ্যাকাল্টি অ্যাম্বাসেডর সোহরাব।
সভায় বিশ্ববিদ্যালয়ে গবেষণা ক্ষেত্রে উন্নয়ন, উচ্চশিক্ষা কার্যক্রম ও গবেষণায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণসহ নানা বিষয়ে সংস্কারমূলক আলোচনা করেন উপাচার্য ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। তিনি বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে গবেষণা বিষয়ক এমন একটি সংগঠন আছে তা দেখে আমি আনন্দিত। শিক্ষার্থীদের গবেষণার দিকে আগ্রহী করে তুলতে হবে৷
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১১/১১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.