এইমাত্র পাওয়া

পুলিশ সদস্য ও তার বন্ধুকে ছিনতাইকারী বলে গণপিটুনি দিলেন শিক্ষার্থীরা

নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোবাইল ছিনতাইকারী আখ্যা দিয়ে এক পুলিশ সদস্য ও তার বন্ধুকে গণপিটুনি দিয়ে থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা।

রোববার (১০ নভেম্বর) বেলা ১১ টার দিকে সানারপাড় বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি তদন্ত আবু সাঈদ পিয়াল।

আটক দুজন হলেন: দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলর বড় হাসেমপুর গ্রামের মৃত শরাফত আলির ছেলে পুলিশ কনস্টেবল আবু নূর শফিউজ্জামান (৫৫) ও তার বন্ধু বরিশাল জেলার মুলাদি থানার নাজিরপুর গ্রামের নেছার উদ্দিনের ছেলে মো. রাজু (৪৫)। তিনি ঢাকার রামপুরা এলাকার বাসিন্দা। গণপিটুনিতে তারা দুজনই গুরুতর আহত হয়েছেন।

আহত পুলিশ সদস্য আবু নূর শফিউজ্জামান জানান, তিনি ঢাকার কলাবাগান থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। কয়েকদিন আগে তাকে থানা থেকে পুলিশ লাইনে যুক্ত করা হয়েছে। এখনও কোনো থানায় পোস্টিং করা হয়নি।

তিনি অভিযোগ করে বলেন, ‘আমি আমার বন্ধু রাজুকে সঙ্গে নিয়ে সিদ্ধিরগঞ্জে এক আত্মীয়র বাসায় বেড়াতে আসি। সকালে দুজন ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে সানারপাড় বাসস্ট্যান্ডে গেলে একজন ছিনতাইকারী আমার মেবাইল ফোন ছিনিয়ে নেয়। তখন আমি তাকে ধরে ফেলি। এসময় আরও দুই থেকে তিনজন এসে ছিনতাইকারীর পক্ষ নিয়ে আমার সঙ্গে তর্ককিতর্ক শুরু করে। এসময় আমি নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিলে তারা উল্টো আমাকে ছিনতাইকারী বলে ডাক চিৎকার শুরু করে। তখন কিছু শিক্ষার্থী এসে কোনো কিছু যাচাই না করেই আমাকে ও আমার বন্ধুকে মারধর করতে থাকেন। তারা আমার কোনো কথাই শোনেননি। ছিনতাইকারীদের প্ররোচনায় পড়ে শিক্ষার্থীরা আমাকে ভুয়া পুলিশ বলে লাঞ্ছিত করেছেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি তদন্ত আবু সাঈদ পিয়াল বলেন, ‘শিক্ষার্থীরা দুইজনকে আটক করে আমাদের কাছে সোপর্দ করেছেন। তাদের একজন নিজেকে পুলিশ সদস্য দাবি করছেন। তার দাবি ও কী ঘটনা ঘটেছে তা যাচাই বাছাই করে দোষীদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১০/১১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.