এইমাত্র পাওয়া

জেলা প্রশাসকের অপসারণের দাবিতে ফেনীতে বিক্ষোভ

ফেনীঃ ফেনীর জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তারের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার প্রধান সহযোগী, সাম্প্রতিক বন্যায় নীরব দর্শকের ভূমিকা ও দুর্নীতিগ্রস্ত আখ্যা দিয়ে জেলা প্রশাসকের বিচার দাবি করেন আন্দোলনকারীরা।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিপ্লবী ছাত্রসমাজের ব্যানারে এ আয়োজন করা হয়। মিছিলটি শহরের ট্রাংক রোড থেকে শুরু হয়ে মুক্ত বাজার, শান্তি কোম্পানি রোড প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে ফেনী আদালত প্রাঙ্গণ প্রদক্ষিণ করে মিছিলটি শেষ হয়।

বিপ্লবী ছাত্রসমাজের প্রতিনিধি নাঈম ফরায়জীর পরিচালনায় এতে বক্তব্য দেন ফেনী সিটি কলেজের শিক্ষার্থী সায়েম, ফেনী সরকারি কলেজের শিক্ষার্থী নাইমুল ইসলাম, আবু জাফর, ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী রফিকুল ইসলাম রাতুল ও ফেনী আইসিএসটির শিক্ষার্থী সালেহ উদ্দিন শাওন।

বক্তারা বলেন, ফেনীতে গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা গণহত্যা চালিয়েছে। সাম্প্রতিক ফেনীর ভয়াবহ বন্যায়ও জেলা প্রশাসক নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন। দায়িত্ব নেওয়ার পর থেকে জেলা প্রশাসক ফেনীর সংসদ সদস্য থেকে শুরু করে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে যোগসাজশে নানা অনিয়ম-দুর্নীতি করেছেন। জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তারকে অপসারণ করে বিচারের আওতায় না আনলে শিগগিরই কার্যালয় ঘেরাও করার হুঁশিয়ারি দেন তারা।

বক্তব্যে বিপ্লবী ছাত্রসমাজের প্রতিনিধি নাঈম ফরায়জী বলেন, ফেনীতে গণহত্যার তিন মাস অতিবাহিত হলেও জেলা প্রশাসক শাহীনা আক্তার কোনো এক অজানা কারণে এখনো বহাল তবিয়তে রয়েছেন। এটি আমাদের শহীদ ভাইদের সঙ্গে বেঈমানি ছাড়া আর কিছুই নয়। এ জেলা প্রশাসকের সঙ্গে গণহত্যার সহযোগী প্রশাসনের আরও কর্মকর্তা স্বপদে বহাল রয়েছে। শিগগিরই আমাদের দাবি আদায় না হলে ছাত্রসমাজ কঠোর কর্মসূচিতে যাবে।

এ সময় ‘হাসিনা গেল ভারতে, শাহীনা কেন ফেনীতে’, ‘দফা এক দাবি এক, শাহীনার পদত্যাগ’, ‘শ্রাবণ সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘আওয়ামী লীগের দোসর শাহীনা আক্তারের বিচার চাই’, ‘আশা ছিল উন্নতি আর শান্তি, করেছেন অনিয়ম আর দুর্নীতি’-এমন নানা স্লোগান দেন আন্দোলনকারীরা।

এর আগে গত ২০ অক্টোবর ‘গণহত্যার সহযোগী’ আখ্যা দিয়ে ফেনী জেলা প্রশাসক শাহীনা আক্তারকে অপসারণের দাবিতে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, চলতি বছরের ৬ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব শাহীনা আক্তারকে ফেনীর জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৭/১১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.