এইমাত্র পাওয়া

নবীনদের স্বপ্নচারণের প্রথম দিন: প্রাণচঞ্চল নজরুল বিশ্ববিদ্যালয়

এস এম মোজতাহীদ প্লাবন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ  নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি)। গতকাল ৪ঠা নভেম্বর’২৪ (সোমবার) বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মুক্ত মঞ্চে আয়োজিত আনুষ্ঠানিক ওরিয়েন্টেশন অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টিতে যুক্ত হয়েছে আরো একটি নতুন ব্যাচ। বিশ্ববিদ্যালয় পরিবার নবীনদের রজনীগন্ধা ফুল উপহার দেওয়ার মাধ্যমে ক্যাম্পাসে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেন।

বিদ্রোহী কবির স্মৃতিধন্য এই ক্যাম্পাসে অন্যান্য দিনের তুলনায় আজ থেকে সৌন্দর্যের মাত্রাটা আরো বেড়েছে নবীন শিক্ষার্থীদের পদচারণায়। নবীন শিক্ষার্থীদের উচ্ছ্বাসে প্রাণের আরেক মাত্রা যোগ হয়েছে এ ক্যাম্পাসে। ক্যাম্পাসের চারদিকে নবীনদের আগমনে আনন্দের ঢেউ যেন দোলা দিচ্ছে ক্যাম্পাসের প্রতিটা চত্বরে চত্বরে। তাদের পদচারণায় প্রাণের উচ্ছ্বাস বইছে বাতাসে। বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিনে তাদের চোখে-মুখে ছিল অন্যরকম আবেগ।

ক্যাম্পাস ঘুরে দেখা যায়, নবীন ছাত্রছাত্রীরা সকাল থেকেই ক্যাম্পাসে আসতে শুরু করে। অনেক নবীনের সঙ্গে আবার তাদের অভিভাবকদেরও দেখা গেছে। পাশাপাশি ক্যাম্পাসের প্রবীণরাও এসেছেন সাজগোজ করে। প্রবীণ ছাত্রীদের কেউ কেউ শাড়ি পরে ও ছেলেরা এসেছে পাঞ্জাবি অথবা শার্ট-কোর্ট-টাই পরে।

৫৭ একরের এ ক্যাম্পাসে সারা বছর নানা ধরনের সাংস্কৃতিক উৎসবে মুখরিত থাকলেও সেই সৌন্দর্যের মাত্রাটা একধাপ বাড়িয়ে দিয়েছে নবীন শিক্ষার্থীদের পদচারণা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা হাজার হাজার নবীনের পদচারণায় মুখর হয়ে উঠেছে কাজী নজরুলের নামে প্রতিষ্ঠিত দেশের সর্বোচ্চ এ বিদ্যাপীঠ। ক্যাম্পাসের প্রতিটি আড্ডাস্থলে পুরোনোদের পাশাপাশি আলো ছড়াচ্ছেন নবীন মুখগুলো। ক্যাম্পাসের আনাচে-কানাচে সিনিয়র-জুনিয়র আড্ডায় মেতে উঠেছে। ভর্তিযুদ্ধে জয়ী হওয়া নবীন শিক্ষার্থীদের জন্য স্মরণীয় একটি দিন। বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়ে প্রত্যেকের মনে ক্যাম্পাস নিয়ে আঁকা নানা স্বপ্ন, জল্পনা-কল্পনার প্রতিফলন ঘটছে। দীর্ঘদিনের কল্পিত স্বপ্ন ওরিয়েন্টেশনের মাধ্যমে রুপ নেয় বাস্তবে। সবাই ভেসে যায় আনন্দের জোয়ারে।

বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের নবীন এক শিক্ষার্থী অনুভূতি ব্যক্ত করে বলেন, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা প্রত্যেক শিক্ষার্থীর লালিত স্বপ্ন। আমার সেই লালিত স্বপ্ন পূরণ হলো। স্কুল-কলেজের পর বিশ্ববিদ্যালয়ের প্রথম ক্লাসে অংশগ্রহণ করার অনুভূতি ভাষায় প্রকাশ করার নয়।

তিনি আরো বলেন, ভর্তি পরীক্ষার দীর্ঘ যাত্রার পর বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম ক্লাসের অনুভূতিটাই অন্য রকম। নতুন নতুন বন্ধুদের সঙ্গে পরিচয় হলো। তাই খুব ভালো লাগছে। সকল বন্ধু মিলে স্বপ্ন পূরণের যাত্রা শুরু করলাম। ভবিষ্যতে যেন দেশের কল্যাণে কাজ করতে পারি সেই কামনা করি।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৫/১১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.