এইমাত্র পাওয়া

ঢাবির ভর্তি পরীক্ষার লিখিত অংশ নিজস্ব ক্যাম্পাসে নেওয়ার চিন্তা

ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আগামী ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার লিখিত অংশ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে নেওয়ার চিন্তা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গত ২১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির সভায় এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্তও নেওয়া হয়েছে। ভর্তি প্রক্রিয়া সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের জন্য একটি কমিটি গঠনেরও সিদ্ধান্ত হয়। কমিটির একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ হতে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় এমসিকিউ অংশ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকার বাহিরের সংশ্লিষ্ট সাতটি বিভাগীয় বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে এবং এমসিকিউ পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদের লিখিত অংশের পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে অনুষ্ঠিত হবে।

বর্তমানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা , ‘চারুকলা ইউনিট’ এবং আইবিএ ইউনিট ব্যতীত অন্য ৩টি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। বিভাগীয় কেন্দ্রসমূহ হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ/ কবি নজরুল বিশ্ববিদ্যালয় ত্রিশাল এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

এ বিষয়ে অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, সাধারণ ভর্তি কমিটির সভায় এ বিষয়ে প্রস্তাবনা এসেছে। এরজন্য একটা কমিটিও করে দেওয়া হবে। সেখানে এ প্রস্তাবের ভালো দিক, মন্দ দিক আলোচনা হবে। আলোচনার পর যদি ভালো মনে হয় তাহলে আগামী বছর থেকে আমরা এই পদ্ধতিতে যাব।

নাম প্রকাশে অনিচ্ছুক ভর্তি কমিটির আরেক সদস্য বলেন, ভর্তি পরীক্ষাকে আরও স্বচ্ছ করার লক্ষ্যে এ চিন্তা করা হয়েছে। যেহেতু লিখিত পরীক্ষা বেশি গুরুত্বপূর্ণ সেটাতে কোনো ধরনের প্রশ্ন না আসে সেজন্য এ প্রস্তাবনা এসেছে। এক্ষেত্রে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ সবাই অংশগ্রহণ করতে পারবে কিনা কিংবা নির্দিষ্ট নম্বরের ভিত্তিতে অংশগ্রহণ নির্ভর করবে সে বিষয়ে পরবর্তীতে আলোচনা হবে। তবে লিখিত অংশ ঢাবিতে হলেই ভালো হবে বলে আমি মনে করি।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে আগামী ৪ নভেম্বর। চলবে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ভর্তি পরীক্ষার আবেদন ফি ১০৫০ টাকা। আইবিএ ইউনিট দিয়ে ভর্তি পরীক্ষা আগামী ৩ জানুয়ারি শুরু হবে। ৪ জানুয়ারি চারুকলা ইউনিট, ২৫ জানুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ১ ফেব্রুয়ারি বিজ্ঞান ইউনিট, ৮ ফেব্রুয়ারি ব্যবসা শিক্ষা ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৫ ইউনিটে ভর্তিতে এবারের আসন সংখ্যা ৬১৩৫টি। 

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০২/১১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading