নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশে প্রযুক্তির উৎকর্ষতা বাড়ছে দিন দিন। একই সঙ্গে বেড়ে চলেছে মানুষের নিত্যদিনের প্রযুক্তির ব্যবহার। আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অপব্যবহারের মাত্রা। আরও বাড়ছে সাইবার আক্রমণের পরিমাণও। বর্তমান বিশ্বে প্রতিদিনই কোন না কোন প্রতিষ্ঠান ও ব্যক্তি সাইবার আক্রমণের শিকার হচ্ছে। বিভিন্ন সময়ে সাইবার আক্রমণের হাত থেকে রক্ষা পাচ্ছে না বাংলাদেশও। ঠিক এই সময়ে দেশের ভূখন্ডে সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করে যাচ্ছেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইফতেখার নবাব ও তার টিম।
সাইবার নিরাপত্তা বিষয়ক উদ্যোক্তা ইফতেখার নবাব অনলাইনে ‘সাইবার নবাব’ নামেই বেশি পরিচিত। মাত্র ১৮ বছর বয়সী নবাব ইতিমধ্যে বাংলাদেশ ছাড়াও বেশ কয়েকটি দেশের সঙ্গে কাজ করছেন। পেয়েছেন সুখ্যাতি।
দেশের অধিকাংশ মানুষ সাইবার সম্পর্কে জ্ঞান কম থাকায় ইফতেখার নবাব এই বিষয় সচেতনভাবে বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। দেশের বিভিন্ন সেলিব্রিটি, রাজনৈতিক ব্যক্তি তাদের সাইবার নিরাপত্তার জন্য ইফতেখার নবাবের শরণাপন্ন হন।
দেশের গন্ডি পেরিয়ে ইফতেখার নবাব ও তার প্রতিষ্ঠান বিভিন্ন ব্যক্তিদের ফেসবুক আইডি, পেইজ রি-কভার, ওয়েব সাইট সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার নিরাপত্তা বিঘ্নিত হলে কিংবা চক্রের মাধ্যমে হ্যাক হয়ে থাকলে তা পুনরুদ্ধারে কাজ করছেন। এছাড়া ওয়েবসাইট নিরাপত্তা জোরদার করার জন্য আইটি সাপোর্ট দিয়ে যাচ্ছেন তিনি। ইফতাখেয়ার নবাব ও তার টিম ইতিমধ্যে অনেক উল্লেখযোগ্য কাজ করে সারা ফেলেছেন।
ইফতেখার নবাব বলেন, আমি ও আমার টিম দেশের জন্য কাজ করছি। আমি এবং আমার টিম বাংলাদেশ সরকারের পাশে থেকে একসাথে কাজ করতে ইচ্ছুক। যদি আমরা রাষ্ট্রীয় সহযোগিতা বা পৃষ্ঠপোষকতা পাই তাহলে আমরা আমাদের সবটুকু দিয়ে দেশের স্বার্থে, দেশের সাইবার নিরাপত্তার স্বার্থে কাজ করে যাব ।
তিনি আরও বলেন, সাইবার হামলা এখন সারা পৃথিবীরই মাথা ব্যথার কারণ। তাই আমাদের আরও সতর্ক থাকতে হবে। পাসওয়ার্ড হ্যাকিং, ই-মেলের নিরাপত্তা, অনলাইনে প্রলোভন, ফেসবুকসহ বিভিন্ন সাইট থেকে বিপদ, এটিএম কার্ডজনিত বিপদ, নেট ব্যাংকিং ও মোবাইলের নিরাপত্তা নিশ্চিত প্রয়োজন। সরকারের আইনের যথাযথ প্রয়োগ এবং জনগণের সচেতনতাই পারে সাইবার আক্রমণ থেকে সবাইকে নিরাপদ রাখতে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০২/১১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.