বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল ইতিবাচক সম্পর্ক চায় দিল্লি : ভার্মা

ঢাকাঃ বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, নয়াদিল্লি চায় বাংলাদেশের সাথে তাদের পারস্পারিক নির্ভরশীলতা ভিত্তিক একটি স্থিতিশীল, ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্ক অব্যহত থাকুক, যেখানে প্রধান স্টেকহোল্ডার থাকবে উভয় দেশের জনগণ।

গতকাল মঙ্গলবার মিরপুরে বাংলাদেশ ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) ‘২০২৪ এনডিসি কোর্স’-এ অংশগ্রহণকারীদের উদ্দেশে বক্তব্য রাখার সময়ে তিনি এ মন্তব্য করেন বলে আজ এখানে ভারতীয় হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

হাই কমিশনার তার বক্তব্যে নয়াদিল্লি’র ক্রমবর্ধমান বৈশ্বিক সম্পৃক্ততার উপর আলোকপাত করে একটি নিয়ম-ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থার প্রচার, বৈশ্বিক শাসন ব্যবস্থায় সংস্কারের পক্ষে এবং গ্লোবাল সাউথের স্বার্থকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ভারতের পররাষ্ট্র নীতি এবং উন্নয়ন কৌশলের রূপরেখা তুলে ধরেন।

ভার্মা ভারতের অন্তর্ভুক্তিমূলক, টেকসই এবং দ্রুত জাতীয় উন্নয়নের উপর জোর দেন। তিনি ভারতের প্রধান বিদেশ নীতির উদ্যোগের মধ্যে ভারত-বাংলাদেশ সম্পর্কের ‘প্রতিবেশী প্রথম’ দৃষ্টিভঙ্গি, ‘অ্যাক্ট ইস্ট পলিসি,এসএজিএআর (অঞ্চলের সকলের জন্য নিরাপত্তা এবং প্রবৃদ্ধি) মতবাদ এবং ভারতের ইন্দো-প্যাসিফিক ভিশনসহ দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৩/১০/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.