ঢাকাঃ সরকারি তিতুমীর কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার দাবিতে মানববন্ধন করেছে কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সরকারি তিতুমীর কলেজের প্রধান ফটকের সামনে ‘তিতুমীর ঐক্য’ এর ব্যানারে এ মানববন্ধন হয়।
মানববন্ধনের আগে শিক্ষার্থীরা একটি র্যালি নিয়ে কলেজের প্রধান ফটক হতে মহাখালীর আমতলী ও বক্ষব্যাধী হাসপাতাল মোড় প্রদক্ষিণ করে পুনরায় কলেজের সামনে এসে সমবেত হয়।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৮/১০/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.