এইমাত্র পাওয়া

সাত কলেজের অনার্স ২য় বর্ষের ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২৩ সনের অনার্স ২য় বর্ষের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার ফরমপূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার ( ২৪ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. হিমাদ্রী শেখর চক্রবর্তী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাবি অধিভুক্ত সাত কলেজের ২০২৩ সনের ২য় বর্ষ সম্মান নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষায় অংশগ্রহনেচ্ছু পরীক্ষার্থীদেরকে পরীক্ষায় আবেদন ফরম অনলাইনে পূরণ করে ২৬/০৯/২৪ থেকে ০৭/১০/২৪ তারিখের মধ্যে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। কলেজ কর্তৃক শিক্ষার্থীদের অনলাইন ভেরিফিকেশন ১০/১০/২৪ তারিখের মধ্যে ও ব্যাংক ড্রাফটের জন্য ১৪/১০/২৪ তারিখ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, যেসকল শিক্ষার্থী ৭৫% এর কম ক্লাস উপস্থিতি রয়েছে তাদেরকে নন-কলেজিয়েট হিসেবে গণ্য করে অতিরিক্ত ফি আদায় করতে হবে। মানোন্নয়ন পরীক্ষার্থীদের জন্য কলা প্রতিটি বিষয়ে কলা অনুষদের ক্ষেত্রে D থেকে B- পর্যন্ত, বিজ্ঞান অনুষদের ক্ষেত্রে D থেকে C+ এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ক্ষেত্রে D থেকে A- পর্যন্ত পরীক্ষার দিতে পারবে।

ফরমপূরণের ক্ষেত্রে শিক্ষার্থীদের অনলাইন 7college.du.ac.bd ওয়েবসাইটে প্রবেশ করে Form Fill-up অপশনে ক্লিক করে নির্দেশনা অনুযায়ী পরীক্ষার্থীর ডাটা এন্ট্রি করতে হবে। ফরমপূরণের ফি জমাদানের ক্ষেত্রে Seven college Students fees শিরোনামে হিসাব নং ৪৪০৫৭০৩০০০০৯৪ এ সোনালী ব্যাংকের যেকোন শাখায় জমা দেওয়া যাবে। এছাড়াও কলেজ কর্তৃপক্ষের সহায়তায় বিকাশ/নগদে অনলাইনে ফি জমা দেওয়া যাবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৪/০৯/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading