নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক ২০২৫-এর জন্য আবেদন করার সময় বেড়েছে ৩০ অক্টোবর পর্যন্ত। এর আগে এই আবেদনের সময় ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ছিলো।
রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কর্তৃক প্রদত্ত ‘আন্তর্জাতিক মাতৃভাষা পদক ২০২৫-এর প্রস্তাব আহ্বান’ ও ‘International Mother Language Award 2025’-এর আবেদনপত্র/প্রস্তাব গ্রহণের সময়সীমা ১৫ই সেপ্টেম্বর ২০২৪ থেকে বর্ধিত করে ৩০শে অক্টোবর ২০২৪ পযর্ন্ত করা হয়েছে (বিজ্ঞপ্তি সংযুক্ত)। এ পরিপ্রেক্ষিতে সময়সীমা বৃদ্ধির বিজ্ঞপ্তি দুটি বহুল প্রচারের লক্ষ্যে আপনার প্রতিষ্ঠানের ওয়েবসাইটে অবিলম্বে আপলোড করা প্রয়োজন।
বর্ণিত অবস্থায়, এতদ্সঙ্গে সংযুক্ত ‘আন্তর্জাতিক মাতৃভাষা পদক ২০২৫-এর প্রস্তাব আহ্বান’ ও ‘International Mother ক্রমিক নং Language Award 2025′-এর আবেদনপত্র/প্রস্তাব গ্রহণের সময়সীমা বর্ধিতকরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি দুটি আপনার প্রতিষ্ঠানের সহকারী ওয়েবসাইটে আপলোড করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করা হলো।
এর আগে গত ২৪ জুলাই শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক-২০২৫ এবং আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক পদক-২০২৫ দেবেন। এর প্রেক্ষিতে ২০১৯ খ্রিষ্টাব্দে প্রকাশিত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পদক নীতিমালা প্রজ্ঞাপন অনুযায়ী জাতীয় পর্যায়ে দুইটি আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক দেয়ার জন্য বাংলাদেশি নাগরিক অথবা বাংলাদেশে অবস্থিত প্রতিষ্ঠান বা সংস্থার কাছ থেকে নির্ধারিত ছকে আবেদনপত্র আহ্বান করেছে শিক্ষা মন্ত্রণালয়। আবেদন পাঠানোর ছকটি ওয়েবসাইটের আন্তর্জাতিক মাতৃভাষা পদক নীতিমালা ২০১৯-এর ক/খ অংশে পাওয়া যাবে।
নীতিমালা এবং ছকটি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ওয়েবসাইট www.imli.gov.bd থেকে ডাউনলোডও করা যাবে।
পদক নীতিমালা প্রজ্ঞাপনের অনুচ্ছেদ ৭-এ পদক পাওয়ার যোগ্যতা এবং অনুচ্ছেদ ৮-এর নির্দেশনা অনুযায়ী আবেদনপত্র আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক বরাবর তিন কপি আবেদন ৩০ অক্টোবর বিকেল ৫টার মধ্যে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিস যোগে বা সরাসরি পাঠাতে হবে।
একই সঙ্গে আবেদনপত্র এমএস ওয়ার্ড ও পিডিএফ আকারে imli.moebd@gmail.com- এই ইমেইলে পাঠিয়ে imliaward2025@gmail.com- এই ইমেইলে প্রমাণক পাঠাতে হবে। ৩০ অক্টোবর অফিস সময়ের পর পাঠানো আবেদনপত্র (হার্ড ও সফট কপি) কোনোভাবেই গ্রহণ করা হবে না।
উল্লেখ্য, পদকের জন্য মনোনীত প্রার্থীর ডিসেম্বর ২০২৪ পর্যন্ত বিশেষ অবদান বা প্রতিষ্ঠানের সার্বিক অবদান বিবেচনাযোগ্য হবে।
পদক হিসেবে আঠারো ক্যারেট মানের ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, সম্মাননাপত্র এবং চার লাখ টাকা কিংবা চার লাখ টাকা সমমূল্যের ইউএস ডলার দেয়া হবে।
ডাকযোগে পাঠানোর ঠিকানা: পরিচালক, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আমাই) শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি। ১/ক, সেগুনবাগিচা, ঢাকা-১০০০।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২২/০৯/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
