বরিশালঃ দেশব্যাপী শিক্ষক নির্যাতন ও আইন বহির্ভুত অপসারণের প্রতিবাদে মানববন্ধন করেছে বরিশালের শিক্ষক সমাজ। শনিবার (৩১ আগস্ট) কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বেলা ১২ টায় নগরীর অশ্বিনী কুমার (টাউন) হল প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত এ মানববন্ধনে শিক্ষক নেতৃবৃন্দরা বলেন, জাতি গড়ার কারিগর হিসেবে কাজ করে শিক্ষক সমাজ। কিন্তু সম্প্রতি রাজনৈতিক পট পরিবর্তনের ফায়দা নিয়ে একদল দুর্বৃত্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অরাজকতা সৃষ্টি করেছে। শিক্ষকদের হেয়-অপদস্ত করা হচ্ছে।
বক্তারা আরো বলেন, শিক্ষকরা যাতে আর অপমানিত না হয়, তাদের যেন অবৈধভাবে পদত্যাগ করতে না হয় সেজন্য বর্তমান সরকারের দ্রুত হস্তক্ষেপ গ্রহণ প্রয়োজন। অন্যথায় দেশ অরাজক পরিস্থিতির দিকে ধাবিত হবে। আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি উপাধ্যক্ষ আনোয়ারুল হক৷ বক্তব্য রাখেন,কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যক্ষ জাকির হোসেন, গোলাম মজুমদার, জেলা কমিটির সভাপতি অধ্যাপক আব্দুস সালাম, জেলা সাধারন সম্পাদক অধ্যাপক কামাল হোসেন চৌধুরী প্রমুখ।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/৩১/০৮/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.