ভোলাঃ ভোলায় পুলিশের কর্মবিরতির সময় ট্রাফিকের ভূমিকা পালন করায় প্রথম ধাপে সনদ পেলেন ৩০ শিক্ষার্থী। মঙ্গলবার সকালে নিজ কার্যালয়ে ডেকে সনদ তুলে দেন পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান। সনদ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা।
৮টি সংগঠনের ব্যানারে শিক্ষার্থীরা সংকট পরিস্থিতিতে দায়িত্ব পালন করেন। যানজট নিরসন, আইনশৃঙ্খলা রক্ষায় পাহারাসহ মঙ্গলময় কাজ সম্পাদন করতে পারায় শিক্ষার্থীরা বেজায় খুশি। ট্রাফিক পুলিশ তাদের দায়িত্বে ফিরে আসায় শিক্ষাঙ্গনে ফিরে যান শিক্ষার্থীরা।
পুলিশ সুপার বলেন, কঠিন সময়ে ঝুঁকি নিয়ে কঠিন কাজের দায়িত্ব পালন করে আমাদের শিক্ষার্থীরা। তাদের স্বল্পকালীন এ অভিজ্ঞতা পরবর্তী জীবনে কাজে আসবে। জেলায় যানজট নিরসনে ট্রাফিকের কাজ করে শহরের শৃঙ্খলা রক্ষায় অভূতপূর্ব ভূমিকা রাখায় ওই সব শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
পরবর্তীতে পর্যায়ক্রমে অন্যান্য স্বেচ্ছাসেবকদের সনদ বিতরণ করা হবে বলে জানান পুলিশ সুপার।
ট্রাফিক ম্যানেজমেন্টে অংশগ্রহণকারী সংগঠনগুলো হচ্ছে- বিএনসিসি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জেলা রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট সোসাইটি, চিলেকোঠা, ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ, অগ্রপথিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
এ সময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ভোলা সদর সার্কেল রিপন চন্দ্র সরকারসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
স্কাউট লিডার মো. মনিরুল ইসলাম জানান, তার টিম দায়িত্ব পালনের পাশাপাশি অভিজ্ঞতা অর্জন করেছে। এটি শিক্ষা জীবনের ব্যবহারিক পরীক্ষা বলেও তিনি মনে করেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৩/০৮/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.