রংপুরঃ রংপুরে অবস্থিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাসিবুর রশীদ পদত্যাগ করেছেন। আজ শুক্রবার রাষ্ট্রপতির কাছে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন।
রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। এর পর থেকে আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়ে সর্বত্র। ওই দিন ভিসির পদত্যাগের দাবিতে তাঁর বাসভবন ঘেরাও করেন শিক্ষার্থীরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ক্যাম্পাস ত্যাগ করে নিরাপদ স্থানে সরে যান হাসিবুর রশীদ।
২০২১ সালের ১৪ জুন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগ দেন হাসিবুর রশীদ। চার বছর মেয়াদ পূর্ণ হওয়ার আগেই শুক্রবার তিনি পদত্যাগ করলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক হাসিবুর রশীদ এর আগে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ছিলেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৯/০৮/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
