নিজস্ব প্রতিবেদক।।
মঙ্গলবার থেকে সব সরকারি অফিসসহ শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
সোমবার রাতে এক বার্তায় এ তথ্য জানানো হয়। আইএসপিআর জানায়, (সোমবার) রাত ১২টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।
মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা, স্কুল-কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে।
এর আগে বিদায়ী সরকারের প্রশাসন অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছিল। সরকার পদত্যাগ করায় আইএসপিআর’র পক্ষ থেকে এই নির্দেশনা দেয়া হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এ/০৫/০৮/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.