বিনোদন ডেস্ক।।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলেছে জুলাইজুড়ে। শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
এরই মধ্যে অনেকে তাদের ফেসবুক পেজ ও আইডি থেকে ছাত্রদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান জানান দিয়েছেন। আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতায় নিহত ও গ্রেফতার-হয়রানির ঘটনায় প্রতিবাদ জানাচ্ছেন তারা। শিক্ষার্থীদের ওপর হামলা ও গ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। দেশে চলমান কোটা সংস্কারের আন্দোলনে শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত হয়েছেন অনেক তারকা। তাদের মধ্যে দেশে চলমান আন্দোলন ও ছাত্রদের দাবি নিয়ে শুরু থেকেই সরব ছিলেন দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিনিয়ত বিভিন্ন পোস্টে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে সংহতি জানিয়েছেন তিনি।
তারই ধারাবাহিকতায় এবার আন্দোলন নিয়ে রোববার সকালে সামাজিকযোগাযোগ মাধ্যমে কথা বললেন ফারুকী। সেখানে তিনি রাজপথে নামা শিক্ষার্থী তথা তরুণ সমাজকে প্রশংসা করলেন, জাগালেন উৎসাহ। নির্মাতা বলতে চাইলেন, শিগগিরই একটি স্বাধীনতা পেতে যাচ্ছে দেশের মানুষ।
ফারুকী তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আজ জুলাই ৩৫। স্বাধীনতা থেকে অল্প একটু দূরে দাঁড়িয়ে আমরা। জোর কদমে আগে বাড়ি চলো, একসাথে। তারপর থাকবে রাষ্ট্র সংস্কারের লম্বা কাজ, প্রতিষ্ঠান সংস্কারের লম্বা কাজ, যাতে আর কোনোদিন আমাদের এমন বন্দিদশায় পড়তে না হয়।’
ফারুকী লেখেন, ‘কেউ কেউ বলছেন, এ সংস্কার করবে কারা আপনি করবেন। আমরা, আপনারা, সবাই করব। খুলে বলি, সবাই জানে আমাদের সিস্টেমের সমস্যাগুলা কোথায়, ওভারহোলিং কোথায় কোথায় দরকার। এ কাজে দেশের ভেতর সিনিয়ররা তো আছেনই। তরুণদের কথাও আপনাদের একটু মনে করিয়ে দিতে চাই। ওরা নতুন বিশ্বদৃষ্টি নিয়ে বড় হচ্ছে। এত বড় আন্দোলনের পর ওদের সক্ষমতা নিয়ে নিশ্চয়ই আপনার মিনিমাম ডাউট থাকার কথা নয়। দেশের বাইরে পড়াশোনা করা একটা প্রজন্মও এ কাজে হাত লাগাতে চায়। অনেক তো হলো নৈরাজ্য। এবার সময় নতুনভাবে দেশটা সাজানোর। একটা মানবিক গণতান্ত্রিক সমাজ তৈরির।’
শিক্ষাবার্তা ডট কম/এ/০৫/০৮/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.