জামিন পেলেন কুমিল্লার ১৭ শিক্ষার্থী

কুমিল্লাঃ জেলায় শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরসহ নাশকতার মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা ১৭ শিক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত।

শনিবার (৩ আগস্ট) দুপুরে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম নিশাত জাহান চৌধুরী তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। এদিন সন্ধ্যার পর কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন জামিনপ্রাপ্ত শিক্ষার্থীরা।

আদালত, পুলিশসহ বিভিন্ন সূত্রে জানা গেছে, গত জুলাই মাসে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরসহ নাশকতার অভিযোগে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় তিনটিসহ বিভিন্ন থানায় মামলা দায়ের করা হয়।

এসব মামলায় এইচএসসি পরীক্ষার্থী, অনার্সসহ বিভিন্ন শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীরাও গ্রেপ্তার হন।
কুমিল্লা জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম বলেন, শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের মুক্ত করে দেওয়ার নির্দেশনার প্রেক্ষিতে কুমিল্লার আদালত থেকে শিক্ষার্থীরা জামিন লাভ করেছেন।

প্রধানমন্ত্রীর এমন নির্দেশনা অবগত হওয়ার পর আমরা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সঙ্গে যোগাযোগ করি। পরবর্তীতে শিক্ষার্থীদের অভিভাবকের পক্ষে আইনজীবীরা জামিন চাইলে আদালত শিক্ষার্থীদেরকে জামিন দেন।

পরে যথাযথ প্রক্রিয়ায় জামিনের কাগজপত্র কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়।

কুমিল্লার আদালতের পরিদর্শক মুজিবুর রহমান জানান, জামিনপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে কুমিল্লা কোতয়ালি মডেল থানা এলাকার ৭ জন, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা এলাকার ৮ জন, দেবিদ্বার এলাকার একজন এবং দাউদকান্দি থানার একজন রয়েছেন।

শনিবার রাতে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, আদালত থেকে শিক্ষার্থীদের জামিনের কাগজপত্র পাওয়ার পর সন্ধ্যায় ১৭ শিক্ষার্থী কারাগার থেকে মুক্ত হয়েছেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০৮/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.