এইমাত্র পাওয়া

বাড্ডা-রামপুরা সড়ক আন্দোলনকারীদের দখলে

ঢাকাঃ কয়েক হাজার শিক্ষার্থী রাজধানীর বাড্ডা-রামপুরা সড়ক দখলে নিয়েছেন। এ সময় পাশেই বিপুলসংখ্যক পুলিশের উপস্থিতি রয়েছে। যেকোনো নাশকতা ঠেকাতে তারা সতর্ক অবস্থানে রয়েছেন বলে জানা গেছে।

ফটিকছড়িতে গ্রেপ্তার আতঙ্কে ঘরছাড়া বিএনপির নেতাকর্মীরাফটিকছড়িতে গ্রেপ্তার আতঙ্কে ঘরছাড়া বিএনপির নেতাকর্মীরা

শনিবার বেলা ১১টার দিকে ইস্ট ওয়েস্ট ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। পরে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন আশপাশের বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা। বেলা দেড়টার দিকে অন্তত তিন হাজার শিক্ষার্থী জড়ো হয়েছে এই বিক্ষোভ সমাবেশে।

বেলা ২টার দিকে শিক্ষার্থীরা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নেয়। দুপুরের পর শিক্ষার্থীদের এই মিছিল জাতীয় শহীদ মিনারের অভিমুখে যাওয়ার কথা রয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবক ও শিক্ষকদের যুক্ত হতে দেখা গেছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/০৮/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.