এইমাত্র পাওয়া

সবাই একটা মুক্ত বাংলাদেশের জন্য লড়াই করছে: আনু মুহাম্মদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ কোটা সংস্কার আন্দোলনে নিহতদের বিচারের দাবিতে প্রেস ক্লাব থেকে শহীদ মিনারের উদ্দেশ্যে দ্রোহযাত্রা করেছেন শিক্ষার্থীসহ সাধারণ জনগণ। এ মিছিলে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক আনু মুহাম্মদসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

শুক্রবার (২ আগস্ট) নামাজের পর থেকে প্রেস ক্লাবের সামনে বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীসহ সাধারণ জনতা জড়ো হতে শুরু করে। এরপর তারা মিছিল নিয়ে দোয়েল চত্বর হয়ে শহীদ মিনারের উদ্দেশ্যে যাত্রা করেন।

এসময় তারা ‘আমার ভাই মরলো কেন, স্বৈরাচার জবাব চাই। রক্তের ডাক দিচ্ছে ডাক, স্বৈরাচার নিপাত যাক। জ্বালো জ্বালো আগুন জ্বালো সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

কর্মসূচিতে সভাপতির বক্তব্যে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘সবাই একটা মুক্ত বাংলাদেশের জন্য লড়াই করছে। সরকারের কাছে চাওয়া পাওয়ার কিছু নাই।তাদের বিচারের ব্যাপার আছে।’

তিনি আরও বলেন, ‘অনেক বিচার জমে আছে। এই লড়াইকে এগিয়ে নিতে হবে।’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০৮/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading