এইমাত্র পাওয়া

‘রিমেম্বারিং দ্য হিরোস’ কর্মসূচি পালন করল ইবি শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘রিমেম্বারিং দ্য হিরোস’ কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১লা আগস্ট) বিকেল সাড়ে তিনটার দিকে ক্যাম্পাসের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে থেকে মৌন মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় শিক্ষার্থীদের ‘ছাত্রসমাজের কয় দফা-নয় দফা নয় দফা’ ‘লাশের হিসাব কে দিবে-কোন কোটায় দাফন হবে?’ ‘শেইম শেইম- ডিক্টেটর’ ‘আমার ভাই কবরে-খুনি কেন বাহিরে’ ‘আগে দে লাশের হিসাব-তারপরে সংলাপ’ সহ নানা শ্লোগান দিতে দেখা যায়। এসময় মুশলধারে বৃষ্টি শুরু হলে বৃষ্টি উপেক্ষা করেই আন্দোলন চালিয়ে যান শিক্ষার্থীরা।

সমাবেশে কোটা আন্দোলন ইস্যুতে দেশব্যাপী হত্যা, গণগ্রেফতার, হামলা, মামলা ও গুমের প্রতিবাদ এবং এসব ঘটনার তদন্তপূর্বক বিচারের দাবি ও ছাত্র সমাজের ৯ দফা দাবি বাস্তবায়নের জন্য জোরালো আহ্বান জানানো হয়।

শিক্ষার্থীরা বলেন, আমরা একটা স্বৈরাচার রাজ্যে বসবাস করছি যেখানে জনগণের মতামতকে মূল্য দেয়া হয় না। যৌক্তিক দাবি আদায়ে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম, কিন্তু হামলা-মামলা দিয়ে আমাদের দমানোর চেষ্টা করা হলো। আমাদের পেছনে ফেরার পথ বন্ধ করে দেয়া হয়েছে। আমাদের শত শত ভাইকে হত্যা করা হয়েছে, হাজারও ভাইবোনের রক্ত ঝড়াতে হয়েছে—এসেবর দায় কে নেবে? রক্তের ওপর দিয়ে আমরা কোনো সংলাপে যেতে চাই না। আমরা সব ঘটনার বিচার চাই।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৮/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading