এইমাত্র পাওয়া

আন্দোলনকারীদের নতুন কর্মসূচি ‘রিমেম্বারিং আওয়ার হিরোস’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় নিহতদের স্মরণ করতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আগামীকাল বৃহস্পতিবার (১ আগস্ট) তাদের নতুন এ কর্মসূচির শিরোনাম ‘রিমেম্বারিং আওয়ার হিরোস’

আজ বুধবার (৩১ জুলাই) এক বিবৃতিতে এ আহ্বান জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক রিফাত রশিদ।

কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নির্যাতনের ভয়ঙ্কর দিন-রাতগুলোর স্মৃতিচারণ; শহীদ ও আহতদের নিয়ে পরিবার এবং সহপাঠীদের স্মৃতিচারণ; বৈষম্যবিরোধী ছাত্র আন্দোনলে হওয়া নির্যাতনের ঘটনা নিয়ে চিত্রাঙ্কন, গ্রাফিতি, দেওয়াল লিখন, ফেস্টুন তৈরি, ডিজিটাল পোট্রের্ট তৈরি শহীদদের স্মরণে ওপরের যেকোনো কন্টেন্ট, লেখা নিয়ে #JulyMassacre, #RememberingOurHeroes লিখে অনলাইনে ও অফলাইনে প্রচার করার আহ্বান জানিয়েছে।

র‍্যাপার হান্নানের মুক্তি চেয়ে শিল্পী-নির্মাতাদের প্রতিবাদর‍্যাপার হান্নানের মুক্তি চেয়ে শিল্পী-নির্মাতাদের প্রতিবাদ
শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, বুদ্ধিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, ব্যবসায়ীসহ সব শ্রেণি পেশার মানুষের প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি পালনে সর্বাত্মক অংশগ্রহণে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/৩১/০৭/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.