নিজস্ব প্রতিবেদক।।
স্বাভাবিক সূচিতে ফিরছে সরকারি অফিস-আদালত। আজ বুধবার থেকে আগের মতো সরকারি-বেসরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিকে, অফিস সূচির সঙ্গে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতে কারফিউ সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত শিথিল করা হয়েছে। গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এ তথ্য গণমাধ্যমকে জানান।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা-সংঘাত ছড়িয়ে পড়লে গত ১৯ জুলাই রাতে সারাদেশে কারফিউ জারি করে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার। পরে ২১ থেকে ২৩ জুলাই পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়। ২৪ ও ২৫ জুলাই সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সীমিতভাবে চলে সরকারি-বেসরকারি অফিস। পরিস্থিতি আরও স্বাভাবিক হলে গত তিন দিন অফিস চলে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।
সহিংসতা দমনে সরকার অভিযান চালালে গত ২২ জুলাই থেকে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসে। বাড়ে কারফিউ শিথিলের সময়ও।
কারফিউয়ের মধ্যে কম কর্মঘণ্টায় গত বুধবার থেকে শুরু হয় অফিসের কার্যক্রম। অবশেষে আগামীকাল বুধবার থেকে স্বাভাবিক সময়সূচি অনুযায়ী অফিস চলবে।
আজ মঙ্গলবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল ৩১ জুলাই থেকে সব অফিস স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে।
কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে সৃষ্ট সহিংসতার মধ্যে গত ১৯ জুলাই (শুক্রবার) রাতে সারাদেশে কারফিউ জারি করে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার। পরের দিন ২০ জুলাইও সাপ্তাহিক বন্ধের দিন (শনিবার) ছিল। পরে ২১ থেকে ২৩ জুলাই (রবিবার, সোমবার ও মঙ্গলবার) পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এরপর গত বুধবার থেকে অফিস শুরু হয়। ওই দিন সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সীমিতভাবে অফিস চলে। পরের দিন বৃহস্পতিবারও একই সময় অনুযায়ী অফিসে চলে।
মাঝে শুক্রবার, শনিবার সাপ্তাহিক ছুটি ছিল। এর মধ্যে পরিস্থিতিও অনেকটা স্বাভাবিক হয়। পরে গত রবিবার, সোমবার অফিস চলে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। আজ মঙ্গলবারও একই সময় অনুযায়ী অফিস চলে।
এদিকে, পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ধীরে ধীরে কারফিউ শিথিলের সময়ও বৃদ্ধি করা হয়েছে। সর্বশেষ গত রবিবার থেকে আজ মঙ্গলবার পর্যন্ত সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা কারফিউ শিথিল করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়অফিসকারফিউকারফিউ শিথিলকোটা সংস্কার আন্দোলন
শিক্ষাবার্তা ডট কম/এ/৩১/৭/২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.