জাবি: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপ্রীতিকর ঘটনা এড়াতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। সেই সাথে মোতায়েন রয়েছে কয়েক শতাধিক পুলিশ সদস্য।
মঙ্গলবার (১৬ জুলাই) রাত ৯টায় বিশ্ববিদ্যালয় এলাকায় বিজিবি মোতায়েন কার হয়।
বিজিবির সদস্যরা আসার আগেই শিক্ষার্থীরা কর্মসূচি ঘোষণা করে যার যার হলে চলে যায়।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে মঙ্গলবার (১৬ জুলাই) দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এসব সংঘর্ষে এখন পর্যন্ত ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে চট্টগ্রামে তিনজন, ঢাকায় দুইজন ও রংপুরে একজন রয়েছেন।
এর আগে, আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া, রাজশাহী ও রংপুরে বিজিবি মোতায়েন করা হয়।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৬/০৭/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.