ঢাবি: কোটা সংস্কার আন্দোলনে যাওয়ার ও ছবি পোস্ট করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের সাত শিক্ষার্থীকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এর মধ্যে তিনজনকে হল থেকে বের করে দেওয়ার অভিযোগ করেছেন।
সোমবার (১৫ জুলাই) বিকেল থেকে রাতের বিভিন্ন সময়ে এসব ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ২০২০-২১ সেশনের একজন ছাত্র হল থেকে বাহিরে যাওয়ার সময় তার ফোন চেক করে ছাত্রলীগের নেতাকর্মীরা।
এসময় তার ফোনে কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে এমন কিছু আছে বলে তাকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া আন্দোলনের সঙ্গে সম্পৃক্ততা ও ছবি পোস্ট করার জন্য এক শিক্ষার্থীর বিছানাপত্র রুমের বাহিরে ফেলে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। হল শাখা ছাত্রলীগের শীর্ষ পদপ্রার্থী নেতাদের নেতৃত্বেই এই মারধর করা হয়। এসময় বিভিন্ন বর্ষের মোট সাতজন শিক্ষার্থীকে মারধর ও তিনজন শিক্ষার্থীকে হল থেকে বের করে দেওয়া হয়।
এ বিষয়ে হল প্রাধ্যক্ষের সঙ্গে সাংবাদিকদের কথা হলে হল প্রাধ্যক্ষ ড. মো. রফিক শাহরিয়ার বলেন, আমি হলের রুমে রুমে আবাসিক শিক্ষকদের পাঠিয়েছি। তারা রুমে রুমে শিক্ষার্থীরা ঠিক আছে কিনা দেখেছেন। সকল শিক্ষার্থীকে তারা রুমে পেয়েছেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৭/০৭/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.