নিজস্ব প্রতিবেদক।।
সরকারি চাকরিতে কোটা ইস্যু নিয়ে শিক্ষার্থীদের প্রস্তাব সংগ্রহের উদ্যোগ নিয়েছে ছাত্রলীগ। এ ছাড়া বিভিন্ন তথ্য-উপাত্ত সংবলিত লিফলেট বিতরণ, উন্মুক্ত আলোচনার মাধ্যমে যৌক্তিক উপায় গ্রহণ এবং জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মসূচি পরিহার করার জন্য ‘পলিসি অ্যাডভোকেসি’ ও ‘ডোর টু ডোর’ ক্যাম্পেইন করবে সংগঠনটি।
গতকাল শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সভাপতি সাদ্দাম হোসেন। ছাত্রলীগ এ আয়োজন করে।
ছাত্রলীগ সভাপতি বলেন, ‘আমরা শঙ্কার সঙ্গে লক্ষ করছি, সাধারণ শিক্ষার্থীরা ঘরে ফিরেছে। কিন্তু অন্যরা পানি ঘোলা করার চেষ্টা করছে।’ আন্দোলনকে জেন্ডার সমতাবিরোধী মন্তব্য করে সাদ্দাম হোসেন বলেন, ‘আমরা কোটার যৌক্তিক সুরাহা চাই। তবে কোটা সংস্কার তাদের (আন্দোলনকারী) মূল লক্ষ্য নয়।
রাজনৈতিক উদ্দেশ্য সফল করতে তারা আন্দোলন করছে। আমরা মনে করি, আন্দোলনকারীরা বোকার রাজ্যে বসবাস করছে। কারণ এটা (কোটা) মব জাস্টিস বা স্পট ডিসিশনের বিষয় না, এটি পলিসি ডিসকাশনের বিষয়।’
সাদ্দাম আরো বলেন, আদালতের মাধ্যমে কোটার একটি তাৎক্ষণিক ব্যবস্থা হয়েছে, এই মুহূর্তে বাংলাদেশের কোথাও কোটা নেই।
সংবাদ সম্মেলনে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, ‘আমরা একটি ক্যাম্পেইনের উদ্যোগ নিয়েছি, যার মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর হলে শিক্ষার্থীদের কাছে গিয়ে তাঁদের সঠিক বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। কোটা ইস্যুর যৌক্তিক এবং বাস্তবসম্মত সমাধানের লক্ষ্যে ঘোলা পানিতে কেউ যেন মাছ শিকার করতে না পারে, সে জন্য সচেষ্ট রয়েছি। বিভিন্ন সঠিক তথ্য-উপাত্ত লিফলেট আকারে শিক্ষার্থীদের সামনে তুলে ধরব। কারণ তাঁরা যেন ভুল পথে পা না বাড়ান, কোনো ষড়যন্ত্রে নিজেদের ভবিষ্যৎ জীবন বিনষ্ট না করেন।
শিক্ষাবার্তা ডট কম/জামান/১৪/০৭/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
