এইমাত্র পাওয়া

বিএসএমএমইউর ২৮ বিভাগে নতুন চেয়ারম্যান নিয়োগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ২৮টি বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (১০ জুলাই) বিএসএমএমইউ ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক এই নিয়োগ প্রদান করেন।

জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০১২ এর ১১ ধারায় বিশ্ববিদ্যালয় আইন ১৯৯৮ সালের (১নং আইন) প্রতিস্থাপিত ২৭ (২) ধারা অনুয়ায়ী ১০ জুলাই থেকে পরবর্তী ৩ বছরের তাদের নিয়োগ দেওয়া হয়েছে।

চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন যারা

বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের এন্ডোক্রাইনোলজি বিভাগে অধ্যাপক ডা. মো. ফরিদ উদ্দিন, নেফ্রোলজি বিভাগে অধ্যাপক ডা. এ এইচ হামিদ আহম্মদ, মনোরোগবিদ্যা বিভাগে অধ্যাপক ডা. মো. মহসিন আলী শাহ, রিউমাটোলজি বিভাগে অধ্যাপক ডা. আবু শাহীন, হেপাটোলজি বিভাগে অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম, হেমাটোলজি বিভাগে অধ্যাপক ডা. মো. রফিকুজ্জামান খান এবং প্যালিয়েটিভ মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. একেএম মতিউর রহমান ভুঞা চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন।

শিশু অনুষদের শিশু হেমাটোলজি অ্যান্ড অনকোলজি বিভাগে অধ্যাপক ডা. মো. গোলাম হাফিজ, নিওন্যাটোলজি বিভাগে অধ্যাপক ডা. মো. আব্দুল মান্নান এবং শিশু নেফ্রোলজি বিভাগে অধ্যাপক ডা. রনজিত রঞ্জন রায় চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন।

সার্জারি অনুষদের সার্জিক্যাল অনকোলজি বিভাগে চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ। আর জেনারেল সার্জারি বিভাগে অধ্যাপক ডা. মো. ইব্রাহীম সিদ্দিক এবং হেপাটোবিলিয়ারি, প্যানক্রিয়েটিক অ্যান্ড লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জারি বিভাগে অধ্যাপক ডা. বিধান চন্দ্র দাস, কলোরেক্টাল সার্জারি বিভাগে অধ্যাপক ডা. মো. আবু তাহের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন।

এ ছাড়া অনুষদের অবসটেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি বিভাগে অধ্যাপক ডা. ফাহমিদা জাবিন, ইউরোলজি বিভাগে অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, কার্ডিয়াক সার্জারি বিভাগে অধ্যাপক ডা. মো. আসলাম হোসেন, অটোল্যারিংগোলজি হেড অ্যান্ড নেক সার্জারি বিভাগে অধ্যাপক ডা. এ এইচ এম জহুরুল হক সাচ্চু, শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. সুশংকর কুমার মন্ডল এবং ভাসকুলার সার্জারি বিভাগে ডা. মো. সাইফ উল্লাহ খান চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন।

বেসিক সাইন্স ও প্যারা ক্লিনিক্যাল সাইন্স অনুষদের ফার্মাকোলজি বিভাগে চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। এ ছাড়া অ্যানাটমি বিভাগে অধ্যাপক ডা. নাহিদ ফারহানা আমিন, ল্যাবরেটরি মেডিসিন বিভাগে অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম, ফিজিওলজি বিভাগে অধ্যাপক ডা. তাসকিনা আলী এবং ভাইরোলজি বিভাগে অধ্যাপক ডা. মুনিরা জাহান চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন।

ডেন্টাল অনুষদের অর্থোডনটিক্স বিভাগে অধ্যাপক ডা. গাজী শামীম হাসান, ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে অধ্যাপক ডা. মাহমুদা আক্তার এবং প্রস্থোডনটিক্স বিভাগের অধ্যাপক ডা. মো. আমজাদ হোসেন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৭/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading