নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ২০২৪ শিক্ষাবর্ষের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের পিআই নৈপুণ্য অ্যাপে যথাসময়ে ইনপুট প্রদানের নির্দেশনা দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)
বুধবার এনসিটিবির চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) প্রফেসর মোঃ মশিউজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি বৃহস্পতিবার প্রকাশ করে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত ০৩/০৭/২০১৪ তারিখ থেকে সারা দেশের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে ২০২৪ শিক্ষাবর্ষের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরু হয়েছে যা আগামী ০৩/-৮/২০২৪ পর্যন্ত চলবে। ইতোপূর্বে প্রেরিত নির্দেশনায় সময়সূচি মোতাবেক নির্ধারিত মূল্যায়ন কার্যক্রম শেষে ষান্মাসিক মূল্যায়নের জন্য নির্ধারিত পিআইসমূহের নৈপুণ্য অ্যাপে ইনপুট দেয়ার নির্দেশনা আছে। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানসমূহ কর্তৃক নির্দেশনাটি যথাযথভাবে পরিপালিত হচ্ছে না। ফলে মূল্যায়ন পরবর্তী ফলাফল প্রকাশে বিলম্ব হবে।
এমতাবস্থায়, ইতোমধ্যে সম্পাদিত মূল্যায়ন কার্যক্রমের পিআই নৈপুণ্য অ্যাপে ইনপুট প্রদান কার্যক্রম আগামী ১৭/০৭/২০২৪ তারিখের মধ্যে এবং চলমান ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রমের পরবর্তী মূল্যায়নের পিআই নৈপুণ্য অ্যাপে ইনপুট প্রদানের কাজটি প্রতিটি মূল্যায়ন কার্যক্রম শেষ করার পরবর্তী ৭ (সাত) দিনের মধ্যে সম্পন্ন করার জন্য আপনার আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বরাবর নির্দেশনা প্রদানের জন্য বিনীত অনুরোধ করা হলো।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১১/০৭/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.