নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কমিটি গঠিত হয়েছে। নিশাত আনজুম মিথিলা সভাপতি, মাহমুদুল হাসান রাকিব সহ-সভাপতি ও সজীব দাসকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বাকৃবি শাখার ২৪ তম কাউন্সিলের মাধ্যমে গঠিত কমিটি পরিচিতি অনুষ্ঠান ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাকৃবি শাখার সহ-সভাপতি রাকিব আহমেদ সভাপতিত্ব অনুষ্ঠানের উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ।অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাসদ, কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড জনার্দন দত্ত নান্টু ; বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ডাঃ মনীষা চক্রবর্তী ;বাসদ ৫ নং জোনের জোন ইনচার্জ কমরেড ইমাম হোসেন খোকন এবং প্রগতিশীল কৃষিবিদ কেন্দ্রের সভাপতি কৃষিবিদ ড. শামসুল হোসেন।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আবু ইউসুফ, দপ্তর সম্পাদক সোহেল রানা, অর্থ সম্পাদক কবিরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আজিজুল ইসলাম এবং সদস্য করা হয়েছে রাকিব আহমেদ, সুজন চন্দ্র, নিবিড় কান্তি রায় এবং কাজী সাকিবুর রহমানন।
নবগঠিত কমিটি আগামী দিনে ছাত্ররাজনীতির আদর্শবাদী লড়াইকে সর্বাত্মকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৬/০৭/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.