নিজস্ব প্রতিবেদক, ঢাকা: অনিবার্য কারণ দেখিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ব্যবসায় শিক্ষা ইউনিটে কোটায় ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার স্থগিত করা হয়েছে। বিষয়টি অধিভুক্ত সাত কলেজের ভর্তি সংশ্লিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে জানানো হয়েছে। আগামীকাল ৩ জুলাইয়ের সাক্ষাতকার অনুষ্ঠিত হবার কথা ছিল।
ব্যবসায় অনুষদের ডিন ও ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের সমন্বয়কারী অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন স্বাক্ষরিত ঐ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজ ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ‘মুক্তিযোদ্ধা কোটা (সন্তান, নাতি-নাতনি), উপজাতি/ক্ষুদ্র নৃ-গোষ্ঠি, হরিজন ও দলিত সম্প্রদায়, প্রতিবন্ধী (দৃষ্টি, বাক, শ্রবণ ও শারীরিক) এবং ওয়ার্ড’ কোটায় ৩ জুলাইয়ের সাক্ষাতকার অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। পরবর্তীতে সাক্ষাতকার সময়সূচি অনলাইন নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
প্রসঙ্গত, ঢাবি অধিভুক্ত রাজধানীর কলেজগুলো হলো, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও তথ্য https://collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০২/০৭/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.