গোপালগঞ্জ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের রিপোর্টিং ও সাক্ষাৎকারের তারিখ প্রকাশিত হয়েছে।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. শাহজাহান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বশেমুরবিপ্রবিতে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণিতে এ ইউনিটভুক্ত মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, উপজাতি ও ওয়ার্ড কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ৩০ জুন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে একাডেমিক ভবনের ৩২৩ নম্বর কক্ষে রিপোর্টিং ও সাক্ষাৎকারের জন্য উপস্থিত থাকতে হবে।
এছাড়াও বি ও সি ইউনিটের মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও উপজাতি কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদেরও সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে যথাক্রমে প্রশাসনিক ভবনের ৫১৬ নং ও ৬১৫ নং কক্ষে রিপোর্টিং ও সাক্ষাৎকারের জন্য উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়। নির্দিষ্ট সময়ে রিপোর্টিং করতে ব্যর্থ হলে পরবর্তীতে ভর্তির সুযোগ পাবে না।
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের এসএসসি অথবা সমমান পরীক্ষার মূল নম্বরপত্র, এইচএসসি অথবা সমমান পরীক্ষার মূল নম্বরপত্র, এইচএসসি অথবা সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, মুক্তিযোদ্ধা কোটার ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাক্ষাৎকারের সময় মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধার সার্টিফিকেট, গেজেট মুক্তিবার্তা, সংশ্লিষ্টদের মূল এনআইডি কার্ড, ভাতা প্রাপ্তির প্রমাণসহ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে। অন্যান্য কোটাভুক্ত শিক্ষার্থীদের উপযুক্ত প্রমাণপত্র সঙ্গে আনতে হবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৯/০৬/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.