এইমাত্র পাওয়া

এখন মিডিয়া দরকার হয় না, সামাজিক যোগাযোগমাধ্যমই সব: জবি ভিসি

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেছেন, ‘বর্তমানে তো মিডিয়া দরকার হয় না, সামাজিক যোগাযোগমাধ্যমই সব। না বুঝে, না শুনে একজনের বিপক্ষে যা মন চায় লিখে দেওয়া যায়। বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শব্দচয়নে আমাদের আরও সতর্ক হতে হবে।’

বুধবার বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের আয়োজনে আইনের শিক্ষার্থীদের মাঝে তপন বিহারী নাগ ট্রাস্ট বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন।

এ সময় উপাচার্য সাদেকা হালিম বলেন, ‘আমাদের মিসইনফরমেশন আর ডিসইনফরমেশন বিষয়গুলো বুঝতে হবে। কাউকে অব্যাহতি দেওয়া আর বিরতি দেওয়া এ দুই শব্দের মধ্যে অনেক পার্থক্য রয়েছে।’

উপাচার্য সাদেকা হালিম শিক্ষার্থীদের উদ্দেশ করে বলেন, ‘আমাদের সবার জীবনে নৈতিকতা ও সততা থাকতে হবে। পড়াশোনার বিকল্প নেই, তবে কি পড়ছি সেটাও লক্ষ্য রাখতে হবে। তপন বিহারী নাগের মতো আমাদের সর্বক্ষেত্রে সততা ও ন্যায়নিষ্ঠতা দেখাতে হবে। তাহলেই আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে পারব।’

নারী শিক্ষার্থীদের উপাচার্য বলেন, ‘মেয়েদের স্বাবলম্বী হতে হবে, নতুন চ্যালেঞ্জ নিতে হবে। সে লক্ষ্যে এগিয়ে যেতে হবে। আমাদের শিক্ষার্থীরাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাবে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন, স্বাগত বক্তব্য দেন করেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম মাসুম বিল্লাহ এবং সমাপনী বক্তব্য দেন ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের চেয়ারম্যান ড. শারমীন আখতার। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৯/০৫/২২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.