এইমাত্র পাওয়া

একাদশ শ্রেণিতে ভর্তি: পরামর্শ জানাল আন্তঃশিক্ষাবোর্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে একাদশ শ্রেণিতে ভর্তির অপেক্ষায় এখন ১৬ লাখ ভর্তিচ্ছু। এরই মধ্যে ভর্তির আবেদন শুরু হয়েছে। তিন ধাপে অনলাইন ভর্তির আবেদন চলবে। গতকাল রবিবার (২৬ মে) থেকে শুরু হওয়া আবেদন চলবে ১০ জুলাই পর্যন্ত। আর ভর্তি কার্যক্রম শুরু হবে ১৫ জুলাই থেকে, চলবে পরবর্তী ১০ দিন। ক্লাস শুরু হবে ৩০ জুলাই থেকে।

এবারো জিপিএ-ফাইভ পেয়েও অনেক শিক্ষার্থী ভর্তি হতে পারবেন না তাদের পছন্দের কলেজে। তবে শিক্ষা বোর্ড জানিয়েছে, প্রথম ধাপে কলেজ না পেলেও আরো দুইদফা আবেদনের সুযোগ রয়েছে। অন্যদিকে ভর্তিচ্ছুর তুলনায় আসন ৮ লাখ বেশি হওয়ায় সব কলেজ পাবে না কাঙ্ক্ষিত শিক্ষার্থী।

মাত্র ১৫০ টাকা ফি দিয়ে সর্বোচ্চ ১০টি এবং সর্বনিম্ন ৫টি কলেজকে পছন্দের তালিকার অর্ন্তভুক্ত করার সুযোগ থাকছে ভর্তিচ্ছুদের। বাংলা ও ইংলিশ ভার্সন, এমপিও-নন এমপিও এবং মহানগর ও উপজেলা বিবেচনায় সর্বনিম্ন ১ হাজার ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৮ হাজার ৫০০ টাকা পর্যন্ত ভর্তি ফি নিতে পারবে প্রতিষ্ঠানগুলো।

প্রতিবছরের মতো এবারো শিক্ষার্থীদের পছন্দের তালিকার শীর্ষে ফলাফলে এগিয়ে থাকা রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন মহানগরের কলেজগুলো। তাই জিপিএ ফাইভ পেয়েও কাঙ্ক্ষিত কলেজ পড়ার সুযোগ পাবে না অনেক শিক্ষার্থী। তাই এসএসসি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে পছন্দের তালিকা পূরণের পরামর্শ দিয়েছে আন্তঃশিক্ষাবোর্ড।

বাংলাদেশ আন্তঃশিক্ষাবোর্ড বলছে, শিক্ষার্থীরা যে নাম্বার পেয়েছে সেইভাবে যদি সমন্বয় ও সিলেকশন করে কলেজের ভর্তির আবেদন করেন, তাহলে সে তার কাঙ্ক্ষিত কলেজে পড়ার সুযোগ পেয়ে যেতে পারেন। এছাড়াও পরপর তিনবার কলেজে ভর্তির আবেদনের সময় রাখা হয়েছে। একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে মোট শূন্য আসনের ৯৩ শতাংশ মেধা কোটা সবার জন্য উন্মুক্ত থাকবে। বাকি ৭ শতাংশের মধ্যে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা এবং ২ শতাংশ শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীনস্থ প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য সংরক্ষিত থাকবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৭/০৫/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.